গুরু গোবিন্দ সিং ভবন
অবয়ব
গুরু গোবিন্দ সিং ভবন হল পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, পাটিয়ালায় অবস্থিত একটি প্রতিমাসদৃশ ভূ-চিহ্ন ভবন।[১] ১৯৬৭ সালের ২৭ ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[২] ১০ম শিখ গুরু গুরু গোবিন্দ সিংয়ের ৩০০ তম জন্মবার্ষিকী উদযাপনের সময় এই ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Photo Gallery"। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- ↑ McCarthy, Preeti K (২০ ডিসেম্বর ২০১৬)। "Guru Gobind Singh Bhawan to celebrate Golden Jubilee"। SBS Punjabi। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০।