গার্নসি ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গার্নসি ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৮৯৩; ১৩১ বছর আগে (1893)
সদর দপ্তরসেন্ট স্যাম্পসন, গার্নসি
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিগার্নসি ক্রিস স্কোফিল্ড
ওয়েবসাইটwww.guernseyfa.com

গার্নসি ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Guernsey Football Association; এছাড়াও সংক্ষেপে জিএফএ নামে পরিচিত) হচ্ছে গার্নসির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর গার্নসির সেন্ট স্যাম্পসনে অবস্থিত।

এই সংস্থাটি গার্নসির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রিলাক্স লীগ এবং জ্যাকসন লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গার্নসি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ক্রিস স্কোফিল্ড[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chris Schofield"। This is Guernsey। ২৫ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশন