গায়াথি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গায়াথি (আরবি: غَـيَـاثِي), আবুধাবি আমিরাতের পশ্চিম অঞ্চলের একটি শহর, যার বাসিন্দা ১৪,০২২ জন (২০০৫ আদমশুমারি)।[১] মূলত একটি বেদুইন বসতি, যারা বর্তমানে কৃষিকাজ করে।[২]

গায়াথি ২৫০ কিমি (১৬০ মা) অবস্থিত আবুধাবি শহর থেকে এবং ২০ কিমি (১২ মা) উপকূল থেকে। প্রধান রাস্তাটি হল ই১৫, যা শহরটিকে উত্তরে রুওয়াইসের কাছে ই১১ এবং দক্ষিণে লিওয়া মরূদ্যানের আরাদাহ-এর সাথে সংযুক্ত করে। আরেকটি রাস্তা মদিনাত জায়েদের দিকে নিয়ে যায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Report Abu Dhabi 2010। Oxford Business Group। ২০১০। পৃষ্ঠা 167। আইএসবিএন 9781907065217 
  2. "Al Gharbia Portal"। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩ 
  3. UAE Road Atlas (3rd সংস্করণ)। Explorer। ২০১৩। আইএসবিএন 978-9948-450-10-8