গাজী উচ্চ বিদ্যালয়, কাবুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাজী উচ্চ বিদ্যালয়
২০১১ সালের সংস্কারের পরে বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
শাহ আকরাব রোড

,
স্থানাঙ্ক৩৪°৩০′৪৩″ উত্তর ৬৯°০৮′৩৭″ পূর্ব / ৩৪.৫১১৮২৫৭° উত্তর ৬৯.১৪৩৬৭৯৯° পূর্ব / 34.5118257; 69.1436799
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯২৮

গাজী হাই স্কুল (ফার্সি: لیسه غازی) কাবুলের একটি স্কুল, যা জাল্মায়ে খলিলজাদ সহ আফগানিস্তানের অনেক প্রাক্তন ও বর্তমান অভিজাতকে শিক্ষিত করেছে। এটি ১৯২৮ সালে রাজা আমানউল্লাহ খান প্রতিষ্ঠা করেছিলেন।[১] এটি শহরের উত্তরে কার্টেহ চাহার নামে পরিচিত একটি জেলায় অবস্থিত। ১৯৯০-এর দশকের গৃহযুদ্ধের সময় বিভিন্ন মুজাহিদী দল যারা ১৯৯২ সালে মোহাম্মদ নাজিবুল্লাহকে ক্ষমতাচ্যুত করেছিল; সে সময় স্কুলটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পুনর্নির্মাণ[সম্পাদনা]

আফগানিস্তান এবং মার্কিন সরকার উভয়ই গাজী উচ্চ বিদ্যালয়ের পুনর্গঠনের জন্য ইউএসএআইডি'র কাবুল স্কুল প্রোগ্রামের মাধ্যমে অর্থায়ন করেছিল। বিদ্যালয়টি বছরে প্রায় ৫,৪০০ শিক্ষার্থী থাকার জন্য সক্ষমতা রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]