গলওয়ে ভিন্ডিকেটর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গলওয়ে ভিন্ডিকেটর একটি সংবাদপত্র ছিল, যা আয়ারল্যান্ডের গলওয়েতে ১০ জুলাই ১৮৪১ থেকে ৪ নভেম্বর ১৮৯৯ পর্যন্ত চালু ছিল। এটি ড্যানিয়েল ও'কনেলের কর্মসূচী এগিয়ে নিতে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত কয়েকটি সংবাদপত্রের মধ্যে একটি ছিল। এটি মহা দুর্ভিক্ষের প্রভাবকে কভার করার খ্যাতিযুক্ত দৈনিক ছিল। পুরো শিরোনামটি ছিল 'দ্য গলওয়ে ভিন্ডিকেটর এবং কানাট এডভারটাইজার'। পত্রিকাটির ১৮৪৪ থেকে ১৮৯৯ অবধি সংবাদপত্রের পুরোটা ব্রিটিশ লাইব্রেরির সংবাদপত্রের সংগ্রহে পাওয়া যায়, কিছু সংখ্যা ব্রিটিশ নিউজপেপার সংরক্ষণাগারে ডিজিটালাইজড আকারে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

ব্রিটিশ সংবাদপত্র সংরক্ষণাগার

আয়ারল্যান্ড: প্রেসের মাধ্যমে রাজনীতি ও সমাজ, ১৭৬০-১৯২২ গল গ্রুপে