গন্ধর্ব (নৃগোষ্ঠী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপালি সারেঙ্গী বাজিয়ে গায়নরত গন্ধর্ব

গন্ধর্ব জাতি (নেপালি: गन्धर्व जाति) বা গাইন (নেপালি: गाईने) হল নেপালের একটি দলিত সম্প্রদায়। এরা সাধারণত নেপালের মধ্য পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইন্দো-আর্য জাতিগোষ্ঠীর অন্তর্গত। তারা পেশাদার সঙ্গীতজ্ঞদের জাত এবং চারনকবির দল হিসাবেও পরিচিত।[১][২] ঐতিহ্য অনুযায়ী তারা গান গেয়ে জীবিকা নির্বাহ করে।[১] গন্ধর্ব গীত বা গাইন গীত হল এক প্রকার লোকগীতি।

গন্ধর্বরা ভ্রাম্যমান সঙ্গীতশিল্পী বা ভবঘুরে গায়কের আখ্যা পেয়েছে। তারা অঞ্চলে অঞ্চলে ভ্রমন করে ঐতিহ্যবাহী গান ও লোকগান গেয়ে জীবিকা নির্বাহ করেন।[২] তারা তাৎক্ষনিক কবিতা ও গান রচনা করে তার মাধ্যমে সংবাদ প্রেরন করেন যার বদলে তারা খাদ্য, অর্থ বা অন্যান্য প্রয়োজনীয় আনুসঙ্গিক জিনিস দান হিসাবে পান।[২] তারা তাদের প্রধান বাদ্যযন্ত্র হিসেবে নেপালি সারেঙ্গি ব্যবহার করেন। নেপালি সারেঙ্গি এক বেহালাজাতীয় বাদ্য।[১] এই নেপালি সারঙ্গী গন্ধর্বদের পরিচিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।[২]

পূর্বে গন্ধর্বরা আরবাজো নামের আরেকটি বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। এই আরবাজো আকারে ছিল বেশ বড় ও তা বাজানো ছিল বেশ কষ্টকর। তাই তারা এখন আরবাজোর বদলে নেপালি সারেঙ্গি ব্যবহার করেন।[১]

নেপালে মাত্রাহীন বর্ণ-ভিত্তিক বৈষম্যের ধারণাকে নির্মূল করতে ১৯৬৩ সালে নেপাল সরকার চূড়ান্ত পদক্ষেপ গ্রহন করে ও একটি আইন পেশ করে। সেই আইনে বর্ণ-প্রথা বা "অস্পৃশ্যতা" (একটি নির্দিষ্ট বর্ণের বঞ্চনা) বা যে কোনও বর্ণ-ভিত্তিক বৈষম্যকে অপরাধ করে বলে গন্য করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. James McConnachie; Rough Guides (Firm) (২০০০)। World music: the rough guide। Rough Guides। পৃষ্ঠা 198–। আইএসবিএন 978-1-85828-636-5। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২ 
  2. Kadel, Ram Prasad (২০০৭)। Musical Instruments of Nepal। Katmandu, Nepal: Nepali Folk Instrument Museum। পৃষ্ঠা 246। আইএসবিএন 978-9994688302