গন্দ্র ভেঙ্কট রমন রেড্ডি
অবয়ব
গন্দ্র ভেঙ্কট রমন রেড্ডি হলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সদস্য ও তেলেঙ্গানার ভূপালপল্লী আসন থেকে নির্বাচিত তেলেঙ্গানা বিধানসভা সদস্য। [১] এর আগে যখন তেলেঙ্গানা পৃথক রাজ্য হয় নি, তখন তিনি একই আসন থেকে নির্বাচিত অন্ধ্রপ্রদেশ বিধানসভা সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ভারপ্রাপ্ত চিপ হুইপের দায়িত্ব পালন করেছিলেন। [২]
তাঁর বাবা জি. মোহন রেড্ডি এবং তিনি জি. জ্যোতির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি পেশায় একজন কৃষক।