গঙ্গানারায়ন
গঙ্গানারায়ন সিং | |
---|---|
![]() গঙ্গা নারায়ণ সিংয়ের চিত্রকর্ম | |
জন্ম | ২৫ এপ্রিল ১৭৯০ বাঁধডি,ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি ১৮৩৩ |
পেশা | ? |
আন্দোলন | ভূমিজ বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, গঙ্গানারায়নী হাঙ্গামা |
গঙ্গানারায়ণ ( ইংরেজি ভাষা: Ganganarayan ) একজন আঠেরোশো শতকের ব্রিটিশবিরোধী ভূমিজ বিদ্রোহের নেতা। তার বিদ্রোহকে ইংরেজরা 'গঙ্গানারায়ণী হাঙ্গামা' নাম দিয়েছিল।[১]
বিদ্রোহ[সম্পাদনা]
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দমনপীড়ন, উত্তমর্ণ অধমর্ণ আইনের প্রয়োগ এবং জমিদারি সংক্রান্ত আইনের পক্ষপাতিত্ব ইত্যাদির কারণে মানভূমের আদিবাসী জমিদারেরা ক্ষুব্ধ হয়। গঙ্গানারায়ণ ছিলেন বরাভূম এলাকার এমনই এক জমিদার যিনি স্থানীয় কৃষকদের একত্রিত করেন। ভূমিজ ও ঘাটোয়াল দের নিয়ে সৈন্যদল গঠন করে বিদ্রোহের সূচনা করেন ১৮৩২ সালে। জিরপা লায়া (জিলপা লায়া) গঙ্গানারায়ণ সিংহের সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন। বর্তমান পুরুলিয়া জেলার বরাবাজার শহরের লবণ দারোগার কাছারি, থানা, ইত্যাদি পুড়িয়ে দেন। তার সৈন্যরা সরকারি দপ্তরে লুঠতরাজ চালাতে থাকলে ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় কিন্তু দুর্ধর্ষ বিদ্রোহীরা সরকারি ফৌজকে বাঁকুড়া পর্যন্ত পিছু হটিয়ে দেয়। কোল বিদ্রোহীদের তার দলভুক্ত করে বরাভুমের পূর্বাঞ্চলেও আক্রমণ চালান বিদ্রোহী গঙ্গানারায়ণ।[২][৩]
মৃত্যু[সম্পাদনা]
১৮৩২ এর শেষভাগে ব্রিটিশ সরকারের প্রচেষ্টায় বিদ্রোহ দমিত হলে গঙ্গানারায়ণ সিংভূমে পলায়ন করেন। সেখানে খরসোয়ান রাজাদের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হয়।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১২৫।
- ↑ সমীর দত্ত (১৩ জানুয়ারি ২০১৫)। "নামেই লুকিয়ে জনপদের ইতিহাস"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭।
- ↑ প্রশান্ত পাল (১৭ ফেব্রুয়ারি ২০১৫)। "দুর্লভ প্রত্নসামগ্রী ছড়িয়ে আছে বরাভূমে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭।