খেশত ও কামরাজ জেলা
অবয়ব
খেশত ও কামরাজ জেলা ( ফার্সি: بخش خشت و کمارج : بخش خشت و کمارج ) ইরানের ফার্স প্রদেশের কাজারুন কাউন্টির একটি সাবেক জেলা ( বখশ )।২০০৬ সালের আদমশুমারি অনুযায়ী এই এলাকার জনসংখ্যা ছিল প্রায় ৩০,২২৭, যার মধ্যে ৬৫৯৬ টি পরিবার রয়েছে।[১] জেলাটির দুটি শহর ছিল: খেশত এবং কোনারতখতেহ ।
জেলাটি খেশত জেলা এবং কামরাজ এবং কোনারতখতেহ জেলায় বিভক্ত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)"। Islamic Republic of Iran। ২০১১-১১-১১ তারিখে মূল (Excel) থেকে আর্কাইভ করা।