খুররম ইনাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খুররম ইনাম (জন্ম ২৮ অক্টোবর ১৯৬৬, করাচিতে) [১] একজন পাকিস্তানি স্কিট শুটার। তিনি ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে তৃতীয়বারের মতো দেশের প্রতিনিধিত্ব করেন।

অলিম্পিক গেমস[সম্পাদনা]

ইনাম অস্ট্রেলিয়ার সিডনিতে ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করেছিলেন যেখানে তিনি ২৩তম স্থান অর্জন করেছিলেন। [১] গ্রীসের এথেন্সে ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ৩৭তম স্থান অর্জন করেছিলেন। [১] তিনি ২০১২ সালে লন্ডন, যুক্তরাজ্যে তার তৃতীয় অলিম্পিকে অংশগ্রহণ করেন, ২৮তম স্থানে শেষ করেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Khurram Inam sports reference. Retrieved 18 July 2012
  2. "Men's Skeet"www.olympic.org। IOC। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৪