বিষয়বস্তুতে চলুন

খসড়া:মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়
মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের লোগো
অবস্থান
মদনপুর, বন্দর নারায়ণগঞ্জ
তথ্য
ধরনস্ব-অর্থায়ন
নীতিবাক্যমানবীকরণের জন্য শিক্ষা
প্রতিষ্ঠাকাল১৯৩৭
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলানারায়ণগঞ্জ
ইআইআইএন১১২৩৮০
কর্মকর্তা৫০
শ্রেণি৬-১০
লিঙ্গসহ-শিক্ষামূলক
ভাষাবাংলা
শিক্ষায়তন৪.৫ একর
ক্রীড়াক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, দাবা

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ জেলার মদনপুর গ্রামে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৩০ সালে এই মদনপুর গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য নারায়ণগঞ্জের ইংরেজ ম্যাজিস্ট্রেট স্টার্ট বোট এর কাছে আবেদন করেন এই মদনপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ইসরাফিল। কিন্তু ইংরেজরা বিদ্যালয়ের প্রতিষ্ঠার এ প্রস্তাবটি বাতিল করে কারণ এটি মুসলিমদের এলাকা বলে। পরবর্তীতে এলাকার মানুষদের কাছ থেকে টাকা উঠিয়ে মোহাম্মদ ইসরাফিল রহমানিয়া মদনপুর গ্রামের জনগণের সহায়তায় এই এলাকার সরকারি খাস জমিতে ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তার নামে নামকরণ করতে গেলে তিনি বিরোধিতা করেন, কিন্তু জনগণ তার কারণেই এই স্কুলের নাম রাখেন মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়।

প্রকাশনা

[সম্পাদনা]

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবছর একটি ম্যাগাজিন প্রকাশিত হয় যার নাম "বাঙালির বাংলা"। এতে মদনপুরের ইতিহাসসহ শিক্ষা কার্যক্রমের বিবরণ রয়েছে।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি লুডু, কাবাডি, গোলা ছোড়া, ফুটবল প্রতিযোগিতা এবং আরও নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয় শেখানো হয়।

শিক্ষক

[সম্পাদনা]

এই বিদ্যালয়ে মোট ৪৭ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টি প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

শিক্ষার্থী

[সম্পাদনা]

এই বিদ্যালয়ে প্রায় ৪০০০ শিক্ষার্থী রয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা।

তথ্যসূত্র

[সম্পাদনা]