খসড়া:বিডি চাইল্ড ট্যালেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট প্রতিভাবান, মেধাবী ও অবহেলিত শিশুদের প্রতিভা সবার মাঝে তুলে ধরা'র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৯ সালের ১লা সেপ্টেম্বর ‘আমরা শিশু, আমরা আলো’ থিম যাত্রা শুরু করে।


কার্যক্রম

  • সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্র, নাটক, গান ও আলোকচিত্র প্রদর্শনী
  • প্রতিভাবান শিশুদের শিক্ষাজীবন ও নানা অর্জন নিয়ে তথ্যচিত্র নির্মাণ
  • শিশুতোষ গ্রন্থ প্রকাশ
  • অফলাইন ও অনলাইনে গান/আবৃত্তি/নৃত্য/ উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজন
  • প্রতিভাবান শিশুদেরকে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদানঅসহায় ও প্রান্তিক শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা
  • মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের মাঝে সচেতনতা তৈরি
  • শিশুদের প্রতিভা বিকাশে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনে সহায়তা
  • সুবিধাবঞ্চিত শিশুদেরকে সমাজের মূলস্রোতে আনতে সহায়তা প্রদান
    বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড তুলে নিচ্ছেন ঋতুরাজ ভৌমিক
মাল্টি ট্যালেন্ট চাইল্ড মুরাদুস সালিহীন

বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড

সেরা শিশু শিল্পীর পুরস্কার তুলে নিচ্ছেন সাইফা
সেরা নৃত্য শিল্পীর পুরস্কার তুলে নিচ্ছেন রোদ

বিডি চাইল্ড ট্যালেন্ট শিশুদের প্রতিভা তুলে ধরার জন্য শিশুদের নিয়ে বিভিন্ন আয়োজন করে থাকেন। এর ধারাবাহিকতায় বিডি চাইল্ড ট্যালেন্ট বাংলাদেশের প্রতিভাবান শিশুদের প্রতিভা সবার মাঝে তুলে ধরার জন্য বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড আয়োজন করেন।

প্রায় এক বছর শিশুদের প্রতিভা ও অর্জনের উপর যাচাই বাছাই করে জনপ্রিয় ও প্রতিভাবান ১০জন শিশুকে বেন্ট চাইল্ড অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ৬জন শিশুকে উদীয়মান শিশুশিল্পী এবং ১৫জন শিশুকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একটি প্রতিষ্ঠান, একজন মা ও একজন শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়।

সেরা শিশু অভিনয় শিল্পী আরিয়ান মোহাম্মদ দিহান

২০২৪ সলের বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড পান-

  • সেরা শিশু- ঋতুরাজ ভৌমিক হৃদ্য
  • মাল্টি ট্যালেন্ট চাইল্ড- মুরাদুস সালিহীন
  • সংগীত- সিফাত রিজওয়ান নাফি ও সুরাইয়া আক্তার সাইফা
  • অভিনয়- আরিয়ান মোহাম্মদ দিহান
  • নৃত্য- আব্দুর রাজকনাহুম রোদ
  • চিত্রাঙ্কন- ইমরুল কায়েস রাফসান
  • আবৃত্তি ও উপস্থাপনায়- নবজিৎ সাহা
  • প্রকাশনী- মুরাদুস সালিহীন
  • ভাইরাল শিশু শিল্পী- শেখ সোয়াদ


উদীয়মান সেরা শিশুশিল্পী আহনাফ আদিল সাফি

উদীয়মান শিশু ‍শিল্পীর পুরস্কার পান-

  • সংগীত- আহনাফ আদিল সাফি
  • অভিনয়- মো. জাফির হাসান
  • নৃত্য- সম্পূর্ন বিনতে সনেট
  • আবৃত্তি ও উপস্থাপনা- রাদিয়া ইসলাম হৃদি
  • ভিডিও কন্টেন্ট- অহি
  • চিত্রাঙ্কন- সপ্তক দাস উৎস


সম্মাননা পুরস্কার পান-

  • সংগীত- ঈশান দে এবং মহাশ্বেতা তালুকদার রাই
  • অভিনয়- মোহাম্মদ ফায়াজ ওহিদ এবং শ্রীমন্তী চৌধুরী
  • নৃত্য- প্রিতম সেন এবং রওজা করিম রোজা
  • আবৃত্তি ও উপস্থাপনা- সুদীপ্তা কর্মকার এবং মো: আব্দুল্লাহ খান শায়ন
  • চিত্রাঙ্কন- অনির্বাণ রায় এবং সিফফাত জাহান
  • প্রকাশনী- রিহান হাসান

প্রতিযোগীতা

বিডি চাইল্ড ট্যালেন্ট শিশুদের প্রতিভা সবার মাঝে তুলে ধরার জন্য অফলাইন এবং অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতার ক্যাটাগরি-

  • গান
  • অভিনয়
  • নৃত্য
  • আবৃত্তি
  • চিত্রাঙ্কন
  • উপস্থাপনা
  • ভিডিও কন্টেন্ট
  • বিজ্ঞান প্রজেক্ট
  • মিউজিক ভিডিও

তথ্যসূত্র[সম্পাদনা]