খসড়া:পাইকেরদোল এস.সি. উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাইকেরদোল এস.সি. উচ্চ বিদ্যালয় এর পুরো নাম হলো: পাইকেরদোল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়। এর অর্থ হলো:'হিন্দু সম্প্রদায়ের নিম্নবিত্ত জাতের বিদ্যালয়'। এই বিদ্যালয় ১৯৬৩ সালে স্থাপিত হয়। ঠিকাদার ছিলেন: জিতেন্দ্রনাথ দত্ত। এই বিদ্যালয়টি নাটোর-কাদিরাবাদ (আঞ্চলিক Z6011) রাস্তার পাশে অবস্থিত। নাটোর সদর থেকে প্রায় ৫ কি.মি. দূরে অবস্থিত।