খসড়া:গৌড়স্থান সিকদার খান্দান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গৌড়স্থান সিকদার পরিবার, লোহাগাড়ার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা পরিবার গুলোর মধ্যে একটি। লোহাগাড়ার ইতিহাস ও ঐতিহ্য [১] থেকে জানা যায় ১৬৬৬ খ্রীষ্টাব্দে মোঘল সুবেদার শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খাঁ চট্টগ্রাম বিজয়ের পর চট্টগ্রামকে মোঘল শাসনের অধীনে নিয়ে আসা হয় [১][২] তখনি জমিদার, তালুকদার, সিকদার, মিয়াজী পাঠান এই সকল খানদানি বংশের লোকেরা এই স্থানে আসতে শুরু করে। গৌড়স্থান সিকদার বংশ তখনি লোহাগাড়ার গৌড়ের সীমান্তে অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। [৩]

পারিবারিক রীতিনীতি[সম্পাদনা]

গৌড়স্থান সিকদার পরিবারের রীতিমত তারা অন্য সিকদার পরিবার বা খানদানি বংশের থাকে আত্মীয়তা করতেন। যদি ও বর্তমানে তাদের মধ্যে এই রীতি আর দেখা যায় না।

যে সকল পরিবারের সাথে আত্মীয় বন্ধনে আবদ্ধ[সম্পাদনা]

  • চুনতী সিকদার পরিবার
  • আধুনগর নুর মোহাম্মদ সিকদার পরিবার
  • আধুনগর সিকদার পরিবার
  • খান মোহাম্মদ সিকদারি পরিবার
  • সাতঘর শাহ মাওলানা আতাউল্লাহ শাহের বাড়ি
  • কলাউজন আজগর আলী সিকদার পরিবার
  • চুনতি মুন্সী পরিবার

গৌড়স্থান সিকদার খান্দানের বংশ তালিকা[সম্পাদনা]

গৌড়স্থান সিকদার বংশ তালিকা

তথ্য সূত্র[সম্পাদনা]

  1. ইলিয়াছ, মোহাম্মদ (২০১৫)। লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য। আন্দরকিল্লা, চট্টগ্রাম: সার্ভার স্টেশন আন্দরকিল্লা। পৃষ্ঠা ৮১–৮২–৮৩। 

বিষয়শ্রেণী:চট্টগ্রাম জেলা বিষয়শ্রেণী:চট্টগ্রাম জেলার উপজেলা বিষয়শ্রেণী:চট্টগ্রামের ইতিহাস