ক্লাডিস্টিকস (সাময়িকী)
![]() | |
পাঠ্য বিষয় | ক্লাডিস্টিক্স |
---|---|
ভাষা | বাংলা |
সম্পাদক | জেমস এম. কার্পেন্টার |
প্রকাশনা বিবরণ | |
প্রকাশক | |
প্রকাশনার ইতিহাস | ১৯৮৫-বর্তমান |
পুনরাবৃত্তি | মাসিক |
৬.২১৭ (২০১৪) | |
সূচীকরণ | |
আইএসএসএন | 0748-3007 (ইংরেজি) (মুদ্রণ) 1096-0031 (ইংরেজি) (ওয়েব) |
সংযোগ | |
Cladistics হচ্ছে ক্লাডিস্টিক্সের উপর গবেষণা করা-মাসে মাসে প্রকাশিত পিয়ার রিভিউ হওয়া বিজ্ঞাননির্ভর সাময়িকী। এটি উইলি হেনিগ সোসাইটির পক্ষে উইলি ব্ল্যাকওয়েল প্রকাশ করে থাকে। Cladistics যেসব পেপার প্রকাশ করে, তা বিবর্তন, সিস্টেমেটিক্স, এবং ইন্টেগ্রেটিভ বায়োলজির সাথে সম্পৃক্ত। প্রাকৃতিকভাবে বিজ্ঞানের দর্শন ও ধারণা; (যা জন্তু থেকে ব্যাকটেরিয়ার উপর প্রায়োগিক ভাবে আলোচনা করে), এধরনের উভয় বিষয়ে পেপার প্রকাশ করা হয়। জিনোমিক্স এবং জীবাশ্মবিদ্যার গবেষণা সংক্রান্ত পেপারও প্রকাশ করা হয়। এখানে পাচ ধরনের পেপার প্রকাশিত হয়, যথা: রিভিউ সাময়িকী, দৈনিক পেপার, ফোরাম পেপার, সম্পাদকের কাছে চিঠি এবং বইয়ের রিভিউ। ২০১৪ সালের সাময়িকী সাইটেশন রিপোর্ট অনুসারে এর ইমপ্যাক্ট ফ্যক্টর ৬.২১৭। যা বিবর্তনমুলক ৪৬ টি সাময়িকী গুলোর মধ্যে ৬ষ্ঠতম। এর প্রধান সম্পাদক ডেনিস ডব্লিউএম. স্টিভেনসন (Dennis Wm. Stevenson)।