ক্রিশ্চিয়ান কলসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিশ্চিয়ান কলসন
জন্ম১৫ সেপ্টেম্বর ১৯৬৮
বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
পেশাপ্রযোজক
কর্মজীবন২০০৫–বর্তমান

ক্রিশ্চিয়ান কলসন (জন্মঃ ১৫ সেপ্টেম্বর ১৯৬৮) একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক। ২০০৮ সালে প্রযোজিত চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারের জন্যে[১] তিনি অনেক পরিচিত হন। চলচ্চিত্রটি তাকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার যেমন — শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্যে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার এবং বাফটা পুরস্কার[২]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

প্রযোজক[সম্পাদনা]

  • দ্য ডিসেন্ট (২০০৫)
  • সেপারেট লাইস (২০০৫)
  • ইডেন লেক (২০০৮)
  • স্লামডগ মিলিয়নিয়ার (২০০৮)
  • দ্য ডিসেন্ট পার্ট টু (২০০৯)
  • সেঞ্চুরিয়ান (২০১০)
  • ১২৭ আওয়ারস (২০১০)
  • ট্র্যান্স (২০১৩)
  • সেলমা (২০১৪)
  • স্টিভ জবস (২০১৫)
  • ট্রেনস্পটিং ২ (২০১৭)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]