ক্যারিসেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যারিসেল
শিল্পটেলিকমিউনিকেশন্স
প্রতিষ্ঠাকাল২০১৪
সদরদপ্তর৪, ইস্টউড রোড, কিংস্টন, জ্যামাইকা
প্রধান ব্যক্তি
লয়েল লরেন্স
পণ্যসমূহএলটিই ব্রডব্যান্ড
ওয়েবসাইটwww.caricel.net

সিমবায়োট ইনভেস্টমেন্টস লিমিটেডের অধীনে জ্যামাইকান মালিকানাধীন ক্যারিসেল হলো একটি ফোন অপারেটর কোম্পানি।

ইতিহাস[সম্পাদনা]

২০১৪ সালের মার্চ মাসে ক্যারিসেলের যাত্রা শুরু হয়। সিমবায়োট কর্তৃপক্ষ জ্যামাইকার অফিস অফ ইউটিলিটিস রেগুলেশনের কাছে ক্যারিয়ার ও সেবা প্রদানকারী লাইসেন্স এর জন্য আবেদন করার মধ্য দিয়ে এর যাত্রা শুরু। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে জ্যামাইকার বিজ্ঞান, প্রযুক্তি, শক্তি এবং খনি মন্ত্রণালয় ঘোষণা করে যে, জ্যামাইকায় একটি নতুন মোবাইল নেটওয়ার্ক অপারেটর লাইসেন্স প্রাপ্ত হয়েছে এবং এই লাইসেন্স জ্যামাইকার সরকার অনুমোদন দিয়েছে।[১] কিন্তু কিছুদিনের মধ্যে এর প্রশাসনে রদবদল ঘটে। সবশেষে ক্যারিসেল নাম নিয়ে কোম্পানির যাত্রা শুরু হয়।

প্রযুক্তি[সম্পাদনা]

ক্যারিসেল ঘোষণা করে যে, তারা শুধুমাত্র এলটিই নেটওয়ার্ক এর সেবা প্রদান করবে, যা কিংস্টন মেট্রোপলিটন এলাকায় পাওয়া যাবে।[২] তারা ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে স্থাপনা নির্মাণের জন্য এবং পরবর্তী ৩ বছরে আরো ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা। তারা খুব সুরক্ষিত মোবাইল নেটওয়ার্কের সেবা দিয়ে থাকে। তাদের লক্ষ্য পুরো জ্যামাইকাতে তাদের সেবা পৌঁছে দেয়া।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jamaica could get third cellco"telegeography.com। ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 
  2. "Caricel to be Jamaica's third mobile operator"telegeography.com। ২৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]