ক্বিঙ্গশুই নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্বিঙ্গশুই
নদী
দেশ চীন
রাজ্যসমূহ গুইঝৌ প্রদেশ, পিঙ্গবা প্রদেশ, লং প্রদেশ, ফুকুয়ান প্রদেশ, ওয়েং'য়ান প্রদেশ, কাইয়াং প্রদেশ
নগরসমূহ গুইয়াং শহর, রেসকোর্স শহর
উৎস গুইঝৌ প্রদেশ
 - অবস্থান গুইঝৌ প্রদেশ, চীন
মোহনা
 - অবস্থান শিমিঝু বন্দর, চীন
দৈর্ঘ্য ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল)
অববাহিকা ৬,৬১১ km বর্গকিলোমিটার (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত শব্দ "km"। বর্গমাইল)
প্রবাহ for শিমিঝু বন্দর
 - গড় ১১৭ m/s /s (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত শব্দ "m"। ft³/s)

ক্বিঙ্গশুই নদী চীনে অবস্থিত। চীনা ভাষায় 'ক্বিঙ্গশুই' মানে 'টাটকা জল'। এই নদীর উত্পত্তি গুইঝৌ প্রদেশে; তার পর তার মোহনা শিমিঝু বন্দর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১৯ কিলোমিটার। এই নদীর অববাহিকা এলাকার ক্ষেত্রফল প্রায় ৬৬১১ বর্গকিলোমিটার।

অববাহিকা[সম্পাদনা]

ক্বিঙ্গশুই নদীর অববাহিকা আঞ্চলটির গুইঝৌ প্রদেশের আনশুং শহর, রেসকোর্স সিটি, ইত্যাদি এলাকা সম্ভুত চুন মাটি গঠিত এলাকা। এই নদীর অববাহিকা অঞ্চলে বার্ষিক প্রায় ১০০০ মিমি বৃষ্টিপাত হয়। শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

টেমপ্লেট:চীন