কেরি ম্যাককার্থি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০১৭

কেরি গিলিয়ান ম্যাককার্থি [১] (জন্ম ২৬ মার্চ ১৯৬৫) একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০০৫ সাল থেকে ব্রিস্টল ইস্টের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির সদস্য, তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক ছায়ামন্ত্রী। তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক রাজ্যের ছায়া সচিব ছিলেন।

ম্যাকার্থি লুটনে জন্মগ্রহণ করেন, [২] যেখানে তিনি ডেনবিগ হাই স্কুলে পড়েন, এরপর লুটন সিক্সথ ফর্ম কলেজে পড়েন। ম্যাকার্থি লন্ডন পলিটেকনিক সিটিতে আইন অধ্যয়নের আগে রাশিয়ান স্টাডিজ পড়ে লিভারপুল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নং. 59418"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০১০। 
  2. Dod's parliamentary companion, Google Books