বিষয়বস্তুতে চলুন

কেবেকোয়া শিল্প ও সাহিত্য নিশান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেবেকোয়া শিল্প ও সাহিত্য নিশানের লোগো।

কেবেকোয়া শিল্প ও সাহিত্য নিশান বা অর্দ্র দেজ আর এ দে লেত্র দ্যু কেবেক[ক] (ফরাসি: Ordre des arts et des lettres du Québec, ফরাসি উচ্চারণ: ​[ɔʁdʁ de.z‿aʁ e de lɛtʁ dy ke.bɛk]) হল একটি প্রাদেশিক সম্মাননা যা ২০১৫ সালে কেবেকের শিল্প ও সাহিত্য পরিষদ দ্বারা তৈরি করা হয়েছিল। এটির লক্ষ্য হল কেবেকের শিল্প ও সাহিত্যের বিকাশ, প্রচার বা প্রভাবে নিজেদের কাজ, প্রতিশ্রুতি ও উৎসর্গের মাধ্যমে যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো।[১]

ইতিহাস[সম্পাদনা]

কেবেকোয়া শিল্প ও সাহিত্য নিশান তৈরি করা হয়েছিল কেবেকের শিল্প ও সাহিত্য পরিষদের বিংশ বার্ষিকী উপলক্ষে। প্রথম অনুষ্ঠানটি ২০১৫ সনের ২৩শে মার্চ মঁরেয়ালে অনুষ্ঠিত হয়েছিল।[২] এই উপলক্ষে ৩৫ জন ব্যক্তিত্ব কঁপাইন বা কঁপানিওঁ দেজ আর এ দে লেত্র দ্যু কেবেক খেতাব পেয়েছেন।[৩] এর মধ্যে কেবেক সরকারের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী লিজা ফ্র‍্যুলাও রয়েছেন যিনি কেবেক সাংস্কৃতিক নীতি বাস্তবায়নের মাধ্যমে ১৯৯৪ সালে কেবেকের শিল্প ও সাহিত্য পরিষদ গঠনের কাজ শুরু করেছিলেন।

চাপরাস[সম্পাদনা]

পুরষ্কার অনুষ্ঠানের সময় কেবেকোয়া শিল্প ও সাহিত্য নিশানের কঁপাইন ও কঁপানিওঁগণ একটি চাপরাস গ্রহণ করেন যা ২০১৫ সালে মঁরেয়ালের জহুরি ও রত্নবিদ ক্রিস্তিন দোয়ান নকশা করেছিলেন। ছোট নীল অ্যালুমিনিয়ামের ঘনবস্তুর তোড়া দিয়ে তৈরি চাপরাসটি বোতামঘরে পরা হয়।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]