কেন্দুঝর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল
অবয়ব
কেন্দুঝর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ২০২২ সালে প্রতিষ্ঠিত, একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি ওড়িশার কেওনঝার জেলায় অবস্থিত। কলেজটি ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এর পাশাপাশি বিশেষ ডিগ্রি প্রদান করে। কলেজের সাথে যুক্ত হাসপাতালটি কেন্দুঝরজেলার বৃহত্তম হাসপাতালগুলির মধ্যে একটি। কলেজে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। বার্ষিক ১০০ জন স্নাতক শিক্ষার্থী ভর্তি হয়।
পাঠ্যধারাগুলি
[সম্পাদনা]কেন্দুঝর মেডিক্যাল কলেজ এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে।
অধিভুক্তি
[সম্পাদনা]কলেজটি মহারাজা শ্রীরাম চন্দ্র ভাঞ্জ দেও বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত এবং জাতীয় মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "List of Colleges, National Medical Commission"। ১৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Odisha's Keonjhar medical college gets letter of intent for admission of students"। ৭ অক্টোবর ২০২২।