বিষয়বস্তুতে চলুন

কেদার দাস (সিপিআই রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেদার দাস একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির নেতা। তিনি ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত জামশেদপুর নির্বাচনী এলাকা এবং ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জামশেদপুর পূর্ব আসনের প্রতিনিধিত্ব করেন। []

কম. কেদার দাস ছিলেন একজন অভিজ্ঞ প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা। জামশেদপুরের তিনবারের বিধায়ক। তিনি ১৯১৩ সালের ৪ঠা জানুয়ারি বিহারের মধুবনির গুরমাহা গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর পিতার নাম হরিনন্দন লাল দাস। টাটা স্টিলের ১০,০০০ নৈমিত্তিক কর্মী যখন তার নেতৃত্বে ধর্মঘটে গিয়েছিল সেই সময় ১৯৮১ সালের ১৯শে ফেব্রুয়ারি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]