কুকটাউন ইন্ডেপেন্ডেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য কুকটাউন ইন্ডিপেনডেন্ট
মালিককুকটাউন ইন্ডিপেনডেন্ট নিউজপেপার কোম্পানি
প্রতিষ্ঠাকাল৬ জুন ১৮৮৪
ভাষাইংরেজি
প্রকাশনা স্থগিত১৯৪৭
সদর দপ্তরকুকটাউন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া

দ্য কুকটাউন ইন্ডিপেনডেন্ট কুকটাউন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একটি লুপ্ত সংবাদপত্র। পত্রিকাটির প্রকাশনার ক্ষেত্রে নাম ও মালিকানা পরিবর্তনের ঘটনা ঘটেছে।

ইতিহাস[সম্পাদনা]

কুকটাউন ইন্ডিপেনডেন্ট ১৮৮৪ সালের ৬ জুন কুকটাউন ইন্ডিপেনডেন্ট নিউজপেপার কোম্পানির মালিকানায় সম্পাদক জেমস ফাউলার দ্বারা কুকটাউনে প্রথম প্রকাশিত হয়েছিল।[১] ১৯৩৭ সালে, এটি নাম পরিবর্তন করে কুকটাউন ইন্ডিপেনডেন্ট এন্ড নর্দার্ন সান হয়। ১৯৩৯ সালের নভেম্বর থেকে ১৯৪৭ পর্যন্ত, এটি কুইন্সল্যান্ডের মসম্যান হতে নর্দার্ন বুমেরাং শিরোনামে প্রকাশিত হয়েছিল।[২] ১৯৪৭ সালের নভেম্বরে ব্রায়ান কিঘলি-জেরার্ডি কুইন্সল্যান্ডের মুরগন হতে সম্পূর্ণ নতুন পত্রিকা মুরগন এডভারটাইজার চালু করার জন্য এটির মুদ্রন কারখানা কিনে নিলে এটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Untitled"The Brisbane Courier। XXXVIII। Queensland, Australia। ১৪ জুন ১৮৮৪। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে। 
  2. "MOSSMAN AND DISTRICT NOTES."Townsville Daily BulletinLXI। Queensland, Australia। ২৫ নভেম্বর ১৯৩৯। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে। 
  3. "Newspaper For Murgon"Maryborough Chronicle। Queensland, Australia। ১ নভেম্বর ১৯৪৭। পৃষ্ঠা 9। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে।