কুইন্সল্যান্ড বুক ডিপো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুইন্সল্যান্ড বুক ডিপো
প্রতিষ্ঠাকাল১৮৯০ এর দশক
সদরদপ্তর
Richlands উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মাতৃ-প্রতিষ্ঠানকভার সিন্ডিকেট পিটিআই লিমিটেড
ওয়েবসাইটhttps://www.qbd.com.au/

কিউবিডি বুক, মূলত কুইন্সল্যান্ড বুক ডিপো এবং পূর্বে "কিউবিডি" দ্য বুকশপ! অস্ট্রেলিয়ার একটি বড় বইয়ের দোকানের চেইন, যার বেশি দোকান রয়েছে কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যে। ইউনাইটিং চার্চের ধর্মীয় গ্রন্থ বিক্রয় করার উদ্দেশ্যে ১৮৯০এর দশকের শেষদিকে এটি ব্যবসা শুরু করেছিল। ১৯৯১ সালে রবিনসন পরিবারের কাছে এই ব্যবসা বিক্রি করা হয়।

কিউবিডি অস্ট্রেলিয়ার বৃহত্তম বইয়ের দোকানের চেইনে পরিণত হয়েছে, সারা দেশে প্রায় ৬৮ টি দোকার পরিচালনা করছে। [১] দোকানে বিস্তৃত শিরোনামের মজুদ রয়েছে, কিউবিডি বিশেষ করে ছাড়ের বইগুলি বেশি বিক্রি করে বা বিক্রি হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Australia's premier bookshop - QBD Books"www.qbd.com.au (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৮