কিস কিস ব্যাং ব্যাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিস কিস ব্যাং ব্যাং
Theatrical release poster
পরিচালকশেন ব্ল্যাক
প্রযোজকজোয়েল সিলভার
রচয়িতাশেন ব্ল্যাক
শ্রেষ্ঠাংশে
সুরকারজন অটম্যান
চিত্রগ্রাহকমাইকেল ব্যারেট
সম্পাদকজিম পেজ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকওয়ার্নার ব্রাদার্স পিকচার্স
মুক্তি
  • ১৪ মে ২০০৫ (2005-05-14) (কান)
  • ২১ অক্টোবর ২০০৫ (2005-10-21) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১০৩ মিনিট[১]
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৫ মিলিয়ন[২]
আয়$১৫.৮ মিলিয়ন[২]

কিস কিস ব্যাং ব্যাং হলো ২০০৫ সালে মুক্তি পাওয়া আমেরিকান নব্য নোয়ার তিক্ত হাস্যরসাত্মকধর্মী অপরাধমূলক চলচ্চিত্র যেটি রচনা এবং পরিচালনা করেছেন শেন ব্ল্যাক (তার চলচ্চিত্র অভিষেক), এবং এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ভাল কিলমার, মিশেল মোনাঘান এবং করবিন বার্নসেন। এর চিত্রনাট্য আংশিকভাবস ব্রেট হালিডে এর বডিস আর হোয়াইর ইউ ফাইন্ড দেম (১৯৪১) এর উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জোয়েল সিলভার সাথে ছিল সুসান লেভিন এবং এক্সিকিউটিভ প্রযোজক স্টিভ রিচার্ডস।

লস অ্যাঞ্জেলস এ ফেব্রুয়ারি ২৪ থেকে মে ৩, ২০০৪ পর্যন্ত এর চলচ্চিত্রায়ন হয়। চলচ্চিত্রটি মে ১৪, ২০০৫ সালে কান চলচ্চিত্র উৎসবে অভিষেক ঘটায়।[৩] এবং যুক্তরাষ্ট্রে অক্টোবর ২১, ২০০৫ এ মুক্তি পায়। এটি ইতিবাচক সাড়া পায় এবং বিশ্বব্যাপী $১৫ মিলিয়ন আয় করে।

গল্প সারসংক্ষেপ[সম্পাদনা]

ছোটখাটো অপরাধী হ্যারি লকহার্ট পুলিশ থেকে বাঁচতে ভুল করে একটি চলচ্চিত্রের অডিশনে ঢুকে পড়ে। তিনি চলচ্চিত্রটি পেয়ে যান এবং হলিউডে পাড়ি জমান। সেখানে সে একটি হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িয়ে পড়ে তার ছোটবেলার বান্ধবী হারমনি লেন এবং প্রাইভেট ডিটেকটিভ পেরি ভান শ্রাইক এর সাথে।

কুশীলব[সম্পাদনা]

উন্নয়ন[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

কিস কিস ব্যাং ব্যাং ২০০৫ কান চলচ্চিত্র উৎসব এর জন্য প্রতিযোগিতা করে।[৫] অক্টোবর ১৭, ২০০৫ হলিউড ফিল্ম ফেস্টিভ্যাল এ এটি প্রারম্ভিক চলচ্চিত্র হিসেবে চাইনিজ থিয়েটারে মুক্তি পায়।[৬] কিস কিস ব্যাং ব্যাং জুন ১৩, ২০০৬ সালে ডিভিডি তে মুক্তি পায়।[৭]

বক্স অফিস[সম্পাদনা]

চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্টোবর ২১, ২০০৫ এ। এটি মুক্তির পর থেকে সমালোচকদের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার ফলে নভেম্বর এর মাঝামাঝি পর্যন্ত প্রতি সপ্তাহেই এর প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হয়। জানুয়ারির শুরু পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ গুলোতে চলতে থাকে।[৮] চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র থেকে $৪.২ মিলিয়ন আয় করে।[২] কিস কিস ব্যাং ব্যাং যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বব্যাপী $১১.৫৪ মিলিয়ন আয় করে।[২] চলচ্চিত্রটির সর্বমোট আয় হয় $১৫.৭৮ মিলিয়ন।[২] ডাউনি বক্স অফিসে কম আয়ের জন্য হতাশ হয়েছিলেন, কিন্তু সে বলে "এটি আয়রন ম্যান চলচ্চিত্রটি তাকে পাইয়ে দিতে সাহায্য করে", তার পারফরম্যান্স দেখে জন ফ্যাব্রু তার প্রতি আগ্রহ দেখায়। আয়রন ম্যান ডাউনি'র ক্যারিয়ার আবার গড়ে তোলে এবং ব্ল্যাক কে আয়রন ম্যান ৩ পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kiss Kiss Bang Bang (15)"British Board of Film Classification। জুন ২০, ২০০৫। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৩ 
  2. "Kiss Kiss, Bang Bang (2005)"Box Office Mojo। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৩ 
  3. "Festival de Cannes: Kiss Kiss Bang Bang"Festival Cannes। আগস্ট ৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১২, ২০০৯ 
  4. Black, Shane"Kiss Kiss Bang Bang (You'll Never Die In This Town Again) script" (পিডিএফ)dailyscript.com 
  5. James, Alison (এপ্রিল ১৯, ২০০৫)। "Comfy fest nest"Variety 
  6. Brown, Maressa (অক্টোবর ২০, ২০০৫)। "'Kiss' and tell time"Variety 
  7. "Kiss Kiss, Bang Bang On DVD June 13th"MovieWeb। মার্চ ২৩, ২০০৬। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. "Kiss Kiss Bang Bang (2005) - Weekend Box Office"Box Office Mojo। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০০৬ 
  9. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; thr নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি