কিরিল কারো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিরিল কারো
২০১৯-এ কারো
জন্ম
কিরিল ভ্যালেরিভিচ কারো

(1975-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
তালিন, এস্তোনিয়ান এসএসআর, সোভিয়েত ইউনিয়ন
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০২-বর্তমান

কিরিল ভ্যালেরিভিচ কারো (রুশ: Кири́лл Вале́рьевич Кя́ро </link> ; জন্ম ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫) একজন রাশিয়ান-এস্তোনিয়ান অভিনেতা। তিনি দ্য স্নিফার (২০১৩-২০১৭)-এর ৩২টি পর্বে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য, নেটফ্লিক্স সাই-ফাই সিরিজ বেটার দ্যান আচ (২০১৯)-এর ১৬টি পর্বে জর্জ সাফ্রোনভ এবং থ্রিলার সিরিজ টু দ্য লেক (২০২০) -এ সার্গেই হিসেবে পরিচিত।

জীবনী[সম্পাদনা]

প্রারম্ভিক বছর[সম্পাদনা]

কিরিল কারো এস্তোনিয়ার তালিনে জন্মগ্রহণ করেন। [১] তার বাবা মিশ্র এস্তোনিয়ান-রাশিয়ান বংশোদ্ভূত একজন সমুদ্র ক্যাপ্টেন এবং তার রাশিয়ান মা ছিলেন একজন শিক্ষক। [২] তার প্রথম কাজিন, অভিনেতা ভলি কারো । [৩] ১৯৯২ সালে লাসনামে মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করার পর, কারো মস্কোর বরিস শচুকিন থিয়েটার ইনস্টিটিউটে পাঁচ বছরের অভিনয় কোর্সে ভর্তি হন। [৪] ১৯৯৭ সালে পড়া শেষ করার পরে, ‘বরিস শচুকিন থিয়েটার ইনস্টিটিউটে’ আরমেন ঝিগারখানিয়ানের তত্ত্বাবধানে কার্যক্রম শুরু করেণ। [১]

কারো ১৯৯৯ সালে তালিনে ফিরে আসেন, ২০০৪ সালে মস্কোতে প্রক্টিকা থিয়েটারে ফিরে যাওয়ার আগে, পাঁচ বছর রাশিয়ান থিয়েটারে অভিনয় করেন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

কারোর কর্মজীবন ২০০৮ সালে বিভিন্ন ছোট-খাটো চরিত্র দিয়ে চলচ্চিত্র ও টেলিভিশনে যাত্রা শুরু হয়। ২০১৩ সালে, তিনি দ্য স্নিফারে প্রধান চরিত্রে অবতীর্ণ হন, যার জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে অ্যাসোসিয়েশন অফ ফিল্ম অ্যান্ড টিভি প্রযোজক পুরস্কার জিতেছিলেন। [৫]

২০১৯ সালে তিনি, নেটফ্লিক্স-এর রাশিয়ান অ্যান্ড্রয়েড থ্রিলার সিরিজ বেটার দ্যান আচ- এর ষোলটি পর্বে জর্জ সাফ্রোনভের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। [৬]

২০২০ সালে, কারো রাশিয়ান টেলিভিশন সিরিজ টু দ্য লেকের প্রধান চরিত্রে সার্গেই চরিত্রে অভিনয় করেছিলেন। শোটি Netflix কিনে নেয় এবং ২০২০ সালের অক্টোবরে সম্প্রচার করা হয়েছিল। [৭]

নির্বাচিত ফিল্মগ্রাফি[সম্পাদনা]

ফিল্ম[সম্পাদনা]

বছর, শিরোনাম, এবং ভূমিকা দেখানো সহ চলচ্চিত্রের উপস্থিতির তালিকা
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০০৯ হেল্প গন ম্যাড
২০১১ ইনসিগনিফিকেন্ট ডিটেইলস অফ এ র‌্যান্ডম এপিসোড সংক্ষিপ্ত
বরিস গডুনভ দিমিত্রি আন্দ্রেভিচ কুরবস্কি
২০১৫ ফেন্সার আলেক্সেই
২০২২ প্লাস্ট ঝেনিয়া
২০২২ হুজ দেয়ার? পিওটর
২০২২ টেরিবল ড্যাড নিকিতা ওসিপভ
২০২২ ডালিওকিয়ে ব্লিজকিয়ে
২০২২ প্রিয়ময় ইফির আলেকজান্ডার

টেলিভিশন[সম্পাদনা]

বছর, শিরোনাম এবং ভূমিকা সহ টেলিভিশন উপস্থিতির তালিকা
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০০৭ লিকুইডেশন স্লাভা ২ পর্ব
২০১৩-১৭ স্নিফার স্নিফার ২৪ পর্ব
২০১৫ ইজমেনি কিরিল ১৬ পর্ব
২০১৭-১৯ সাইকোলজিনি [৬][৮] মিখাইল স্লুটস্কি ২২ পর্ব
২০১৮-১৯ বেটার দ্যান আচ [৬][৮] জর্জি নিকোলাভিচ সাফ্রোনভ ১৬ পর্ব
২০১৯ রসপ্লাটা নিকিতা ডলিন ৮ পর্ব
টু দ্য লেক [৭][৮] সের্গেই ৮ পর্ব
২০২০-২১ প্যাসেঞ্জারস আন্দ্রে ৮ পর্ব

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kirill Käro: biography"। manygoodtips.com। ২০১৯। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "Кирилл Кяро"tele.ru (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 
  3. Koppel, Nataly (৪ জুন ২০১৪)। ""Nuuskija" staar Kirill Käro: Moskvas olen ma täielik eestlane, Tallinnas aga venelane" (এস্তোনীয় ভাষায়)। Õhtuleht। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯ 
  4. "Actor Kirill Käro: Personal Life, Biography, Film"। sw.unansea.com। ২০১৯। 
  5. "ActorKirill Käro"। ivi.ru। ২০১৯। 
  6. "Better than Us"। Netflix। ২০১৯। 
  7. "To the Lake"। netflix.com। ২০২০। 
  8. "Kirill Käro Filmography (extracts)"। kinoglaz.fr। ২০১৯। 

বহিঃসংযোগ[সম্পাদনা]