কিয়েভ সংগীত উৎসব
অবয়ব
কিয়েভ সংগীত উৎসব | |
---|---|
![]() কিয়েভ সংগীত উৎসবের সিম্ফনি কনসার্টগুলি সাধারণত ইউক্রেনের জাতীয় অপেরাতে অনুষ্ঠিত হয় | |
ধরন | পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত |
তারিখসমূহ | সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের শুরুতে |
অবস্থান (সমূহ) | কিয়েভ, ইউক্রেন ![]() |
কার্যকাল | ১৯৯০ - বর্তমান |
প্রতিষ্ঠাতা | ইভান কারবেটস |
ওয়েবসাইট | |
kmf |
কিয়েভ সঙ্গীত উৎসব (ইউক্রেনীয়: Київ Музик Фест), ইউক্রেনের কিয়েভ শহরের একটি বার্ষিক আন্তর্জাতিক সংগীত উৎসব। এই উৎসবে ইউক্রেনীয় সঙ্গীতশিল্পীদের আধুনিক ইউক্রেনীয় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতকে বিশ্ব শিল্প-সংস্কৃতিতে প্রচারের লক্ষ্যে প্রদর্শন করা হয়।[১] রাষ্ট্রীয় অর্থায়নে উৎসবটির সহ-প্রতিষ্ঠাতা হচ্ছে ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইউক্রেনের সুরকারদের জাতীয় ইউনিয়ন।[২]
উৎসবটি প্রতিবছর সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হয়। উৎসবের বিভিন্ন প্রোগ্রামে আধুনিক ইউক্রেনীয় এবং বিদেশী সুরকার, একক শিল্পী এবং সঙ্গীত গোষ্ঠীগুলি সঙ্গীত পরিবেশন করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সালে প্রথম "কিয়েভ সংগীত উৎসব" অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Марина Копиця, Галина Степанченко। "Ідея"। Kyiv Music Fest। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Ministry of Culture of Ukraine (২৬ জুলাই ২০১৩)। Про внесення змін до Положення про Міжнародний фестиваль "Київ Музик Фест" Мінкультури України; Наказ від 26.07.2013 № 696 (ইউক্রেনীয় ভাষায়)। Verkhovna Rada। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩।