কিয়েভ সংগীত উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিয়েভ সংগীত উৎসব
কিয়েভ সংগীত উৎসবের সিম্ফনি কনসার্টগুলি সাধারণত ইউক্রেনের জাতীয় অপেরাতে অনুষ্ঠিত হয়
ধরনপাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত
তারিখসমূহসেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের শুরুতে
অবস্থান (সমূহ)কিয়েভ, ইউক্রেন ইউক্রেন
কার্যকাল১৯৯০ - বর্তমান
প্রতিষ্ঠাতাইভান কারবেটস
ওয়েবসাইট
kmf.karabits.com

কিয়েভ সঙ্গীত উৎসব (ইউক্রেনীয়: Київ Музик Фест), ইউক্রেনের কিয়েভ শহরের একটি বার্ষিক আন্তর্জাতিক সংগীত উৎসব। এই উৎসবে ইউক্রেনীয় সঙ্গীতশিল্পীদের আধুনিক ইউক্রেনীয় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতকে বিশ্ব শিল্প-সংস্কৃতিতে প্রচারের লক্ষ্যে প্রদর্শন করা হয়।[১] রাষ্ট্রীয় অর্থায়নে উৎসবটির সহ-প্রতিষ্ঠাতা হচ্ছে ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইউক্রেনের সুরকারদের জাতীয় ইউনিয়ন।[২]

উৎসবটি প্রতিবছর সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হয়। উৎসবের বিভিন্ন প্রোগ্রামে আধুনিক ইউক্রেনীয় এবং বিদেশী সুরকার, একক শিল্পী এবং সঙ্গীত গোষ্ঠীগুলি সঙ্গীত পরিবেশন করে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯০ সালে প্রথম "কিয়েভ সংগীত উৎসব" অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Марина Копиця, Галина Степанченко। "Ідея"। Kyiv Music Fest। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩ 
  2. Ministry of Culture of Ukraine (২৬ জুলাই ২০১৩)। Про внесення змін до Положення про Міжнародний фестиваль "Київ Музик Фест" Мінкультури України; Наказ від 26.07.2013 № 696 (ইউক্রেনীয় ভাষায়)। Verkhovna Rada। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩