কিম্পো ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিম্পো
পূর্ণ নামকিম্পো ফুটবল ক্লাব
প্রতিষ্ঠিত২০১৩; ১১ বছর আগে (2013)
কিম্পো সিটিজেন ফুটবল ক্লাব হিসেবে
মাঠকিম্পো সলতো ফুটবল ফিল্ড
ধারণক্ষমতা৫,০৭৬[১]
সভাপতিদক্ষিণ কোরিয়া জুং হা-ইয়াং
ম্যানেজারদক্ষিণ কোরিয়া কো জং-উন
লিগকে লিগ ২
২০২২৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

কিম্পো ফুটবল ক্লাব (কোরীয়: 김포시민프로축구단, ইংরেজি: Gimpo FC; সাধারণত কিম্পো এফসি এবং সংক্ষেপে কিম্পো নামে পরিচিত) হচ্ছে কিম্পো ভিত্তিক একটি দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় স্তরের ফুটবল লিগ কে লিগ ২-এ প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০১৩ সালে কিম্পো সিটিজেন ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৫,০৭৬ ধারণক্ষমতাবিশিষ্ট কিম্পো সলতো ফুটবল ফিল্ডে ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরীয় সাবেক ফুটবল খেলোয়াড় কো জং-উন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জুং হা-ইয়াং[৩] বর্তমানে দক্ষিণ কোরীয় গোলরক্ষক লি সাং-উক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]

ঘরোয়া ফুটবলে, কিম্পো এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে। পার্ক কিউং-রক, সন সুক-ইয়ং, কিম তে-হান, ইউন মিন-হো এবং লুইস মিনার মতো খেলোয়াড়গণ কিম্পোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস[সম্পাদনা]

২০১৪ মৌসুমে, পেশাদার ফুটবল ক্লাব হিসেবে প্রথম মৌসুমে কিম্পো দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল ক্লাবগুলোর মধ্যকার আয়োজিত দক্ষিণ কোরীয় ফুটবল লিগ পদ্ধতির তৎকালীন চতুর্থ স্তরের পেশাদার ফুটবল লিগ কে৩ চ্যালেঞ্জার্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল; উক্ত মৌসুমে কিম্পো ৯ জয় এবং ২ ড্রয়ে সর্বমোট ২৯ পয়েন্ট অর্জন করে ২০১৩ কে৩ চ্যালেঞ্জার্স লিগের সামগ্রিক পয়েন্ট তালিকায় ৮ম স্থান অর্জন করেছিল।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]