কিতাব আদাবুল ফালাসিফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কিতাব আদাবুল ফালাসিফা হল চিকিত্সক হুনাইন ইবনে ইসহাকের (৮০৯ –৭৩) অন্যতম বিখ্যাত একটি কাজ,[১][২] যিনি মধ্যযুগীয় ইসলামি শাসনামলে বাগদাদের একজন প্রধান অনুবাদক ছিলেন।

গ্রন্থটির মূল আরবি সংস্করণ সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। তাই এর বিষয়বস্তু নির্ধারণ করা কঠিন। কিন্তু বইটির কিছু সূত্র ও তৎসম্পর্কিত কিছু কাজের কপি সংরক্ষণ করা হয়।

এটির দুটি মধ্যযুগীয় অনুবাদ জানা যায়, যা মধ্যযুগীয় স্পেনীয় সাহিত্যের অন্তর্ভুক্ত।[৩] রাজা আলফোনসো এক্স দ্য ওয়াইজের জেনারেল এস্টোটোরিয়া বই থেকে উদ্ধৃতি অন্তর্ভুক্ত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hunayn ibn Ishaq and the Kitab Adab al-falasifah"Gorgias Press LLC (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  2. "Adab al-falasifa - Papers and correspondence of Henry George Farmer, 1882-1965, musician and orientalist - Archives Hub"archiveshub.jisc.ac.uk। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৪ 
  3. Christy Bandak, op. cit.