কিতাবুল হাওয়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাযী থেকে বিদ্যমান প্রাচীনতম "আল-হাওয়ি"-এর পাণ্ডুলিপি থেকে একটি পৃষ্ঠা, যাতে ১০৯৪ খ্রিস্টাব্দের তারিখ দেয়া রয়েছে। এটি বেথেসদা, মেরিল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে সংরক্ষিত।
লেখকআল রাযী
প্রকাশনার তারিখ
১০ম শতাব্দী

আল-হাউয়ি বা কিতাবুল হাওয়ি ফিত তিব্ব (দ্য কমপ্রিহেনসিভ বুক অন মেডিসিন হিসাবে ইংরেজিতে অনুদিত) দশম শতাব্দীতে আল রাযী দ্বারা রচিত একটি চিকিৎসা বিষয়ক গ্রন্থ।

এটি প্রথম লাতিন ভাষায় ১২৭৯ সালে কন্টিনেন্স শিরোনামে অনূদিত হয়েছিল সিসিলীয় ইহুদি বংশোদ্ভূত চিকিৎসক ফারাজ বেন সালিম দ্বারা। যাকে আনজুয়ের চার্লস নিযুক্ত করেছিলেন।[১]

এই কাজের প্রাচীনতম আংশিক অবশিষ্ট অনুলিপিটি মেরিল্যান্ডের বেথেসডায় ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে রয়েছে, যাতে ১০৯৪ সালের তারিখ দেয়া রয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]