কিওউসকে হামাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কিওউসকে হামাও (জাপানিঃ 浜尾 京介, ইংরেজিঃ Kyousuke Hamao, জন্মঃ জুন ২৫, ১৯৯১) প্রাক্তন জাপানি অভিনেতা, গায়ক এবং মডেল। [১] Musical: The Prince of Tennis (২০০৭-২০০৯) এ "এইজি কিকুমারু "এর চরিত্রের মাধ্যমে হামাও অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। [২] তখন থেকেই তাকে বিভিন্ন ফিল্ম এবং টিভি প্রোজেক্ট এ দেখা যায়, যেমনটি Takumi-kun টিভি সিরিজে তাঁকে দেখা যায় "তাকুমি হায়ামা" চরিত্রে এবং Tensou Sentai Goseiger টিভি সিরিজে তাঁকে "অ্যাগ্রি/গোসেই" ব্ল্যাক এর চরিত্রে।[৩] অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি হামাও "কিমিও মিতসুকেতাই" এবং "শাইন" গান দুটি প্রকাশ করেন, সাথে ডেবিউ স্টুডিও অ্যালবাম "সেভেন কালারস" (২০১১)।[৩]

২০১৩ সালে হামাও জানান যে তিনি বিনোদন জগৎ থেকে অবসর নিচ্ছেন এবং তিনি আর কখনোই এই পেশায় ফিরবেন না।

পেশা[সম্পাদনা]

অভিনয় জীবন[সম্পাদনা]

১৬ বছর বয়সে হামাও Musical: The Prince of Tennis এ "এইজি কিকুমারু "এর চরিত্রের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন এবং ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত এই স্টেজ মিউজিকালে অভিনয় করেন। [৪] ২০১৩ সালে তিনি তাঁর প্রথম টিভি চরিত্র করেন Gokusen 3 এ।[৫] ২০০৯ সাল থেকে হামাও তাকুমি কুন সিরিজে (Takumi-kun Series: Niji-iro no Glass) তাকুমি হায়ামার চরিত্রে অভিনয় করেন।

২০১০ সালে হামাও তেনসু সেনতাই গোসেইগার এ "Agri/Gosei Black" এর চরিত্রে অভিনয় করেন। [৬] ওই সিরিজের পর তাঁকে অন্যান্য "সুপার সেনতাই" সিরিজগুলোতে বিভিন্ন চরিত্রে আসতে দেখা যায়। হামাও তাকুমি কুন সিরিজটির পঞ্চম ফিল্ম (Takumi-kun Series: Ano, Hareta Aozora) পর্যন্ত তাঁর চরিত্রটিতে কাজ করার পর জানান যে তিনি ওই ফিল্মে আর অভিনয় করবেননা। [৭]

২০১৩ এর ২৫ অক্টোবরে হামাও তাঁর নিকোনিকো লাইভ স্ট্রিমে জানান যে ২০১৪ এর ফেব্রুয়ারি থেকে তিনি তাঁর অভিনয় জীবনের ইতি ঘটাবেন। [৪][৮] ২০১৩ এর নভেম্বরে তিনি তাঁর ব্লগে জানান যে ইনটেরিওর ডিজাইনিং এর পেশায় নিজেকে নিয়জিত করবেন। ২০১৬ সালের একটি ব্লগ পোস্টে হামাও নিশ্চিত করেন যে তিনি পড়াশোনা করছেন এবং তিনি বিনোদন জগতে আর ফিরছেন না।

সঙ্গীত জীবন[সম্পাদনা]

হামাও তাঁর পেশাগত জীবনে স্বল্প পরিসরে সঙ্গীত নিয়ে কাজ করেছেন এবং "Marvelous AQL" লেবেল থেকে কিছু গান রিলিজ করেছেন। তিনি তাঁর ডেবিউ সিঙ্গেল "কিমিও মিতসুকেতাই" প্রকাশ করেন ২০০৯ এর ৫ই আগস্ট। [৯] ২০১১ এর ২৫ই মে তিনি তাঁর দ্বিতীয় সিঙ্গেল "Shine" এবং ডেবিউ স্টুডিও অ্যালবাম 7 Colors একটি স্বাধীন রেকর্ড লেবেল থেকে প্রকাশ করেন। [১০][১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "濱尾京介から皆様へお願い : 濱尾京介から皆様へ"web.archive.org। ২০১৬-১২-১১। Archived from the original on ২০১৬-১২-১১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  2. "浜尾京介のプロフィール"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  3. "Kyousuke Hamao"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-২০। 
  4. "浜尾京介が来年2月をもって芸能界引退へ 『テニプリ』や戦隊ヒーローなどで活躍"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  5. "浜尾京介 引退後デザイナーで活躍誓う/デイリースポーツ online"デイリースポーツ online (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  6. "ゴセイジャー・浜尾京介が南の海で弾ける写真集"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  7. "浜尾京介&渡辺大輔コンビ、晴れて「タクミくんシリーズ」卒業"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  8. "芸能界引退の「テニミュ」浜尾京介、最後のブログで「寂しい」 心境を吐露"シネマトゥデイ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  9. "君を見つけたい | 浜尾京介"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  10. "SHINE | 浜尾京介"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  11. "7 COLORS | 浜尾京介"ORICON NEWS। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০