বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ২১°২৯′৩৮″ উত্তর ৩৯°১৫′১″ পূর্ব / ২১.৪৯৩৮৯° উত্তর ৩৯.২৫০২৮° পূর্ব / 21.49389; 39.25028
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় (KAU)
جامعة الملك عبد العزيز
লাতিন: King Abdul Aziz University
বৃত্তিদানইউএস$১ বিলিয়ন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২,৩০০
স্নাতক৪০,০০০
স্নাতকোত্তর২,০০০
৯০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে ও গ্রামীণ উভয়
সংক্ষিপ্ত নামKAU
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র
বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
বিশ্ববিদ্যালয় ইয়ার্ড
দূর পাঠদানের জন্য, টিভি ক্যামেরা সমেত শ্রেণীকক্ষ

বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة الملك عبد العزيز ǧāmiʿat al-malik ʿabd al-ʿazīz) ১৯৬৭ সালে ব্রিটিশ স্থপতী জন ইলিয়টের ডিজাইনে সৌদি আরবের জেদ্দায় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০০ ফ্যাকাল্টি এবং ৩৭০০০ জনেরও বেশি ছাত্র পড়াশোনা করে। শুরুতে একদল ব্যবসায়ী শেখ মুহাম্মাদ আবু বকর বাখাসাব পাশা এবং লেখক হামযা বোগারির অধীনে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে এটি তৈরী করেন।[২] ১৯৭৪ সালে বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সরকারীকরণ করা হয়।

অর্থনীতি ও প্রশাসন অনুষদ[সম্পাদনা]

অর্থনীতি ও প্রশাসন অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এরপর একে একে বিভিন্ন ডিপার্টমেন্ট চালু করা হয়েছে।

ডিপার্টমেন্ট সমূহ[সম্পাদনা]

  • ব্যবসায় প্রসাশন ডিপার্টমেন্ট
  • ফিন্যান্স ডিপার্টমেন্ট
  • মার্কেটিং ডিপার্টমেন্ট
  • মানব সম্পদ ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট
  • একাউন্টিং ডিপার্টমেন্ট
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট
  • রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট
  • স্বাস্থ্য প্রশাসন ডিপার্টমেন্ট
  • জন প্রশাসন ডিপার্টমেন্ট
  • অর্থনীতি

ইঞ্জিনিয়ারিং অনুষদ[সম্পাদনা]

কলেজ/ডিপার্টমেন্ট[৩]

আর্থ সাইন্স কলেজ, বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়

মেরিন সাইন্স কলেজ, বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়

কৃতি শিক্ষার্থী[সম্পাদনা]

  • আব্দুল্লাহ বিন বাইয়াহ, ইসলামি চিন্তাবিদ।
  • আমর দাব্বাঘ, সৌদি অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী । তিনি জেদ্দাহ অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ।
  • মাহফুজ মারেই মুবারাক বিন মাহফুজ, সৌদি ব্যবসায়ী।
  • নাহেদ তাহির, সৌদি অর্থনীতিবিদ, ২০০৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে তিনি ছিলেন ৭২ তম।
  • সুলাইমান আব্দুল আজিজ আল রাঝি, সৌদি অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী, তিনি পৃথিবীর ৩৮তম ধনী ব্যক্তি।
  • য়াদেল আল হুসাইন, ইসলামি চিন্তাবিদ।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://nationalinterest.org/commentary/the-great-salafi-gamble-7720
  2. King Abdulaziz University list of founders.
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 

বহি:সংযোগ[সম্পাদনা]