কানুমুরু রঘু রাম কৃষ্ণ রাজু
অবয়ব
কানুমুরু রঘু রাম কৃষ্ণ রাজু | |
---|---|
নারসাপুরাম লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য | |
কাজের মেয়াদ ২৩ মে ২০১৯ – বর্তমান | |
পূর্বসূরী | গোকারাজু গঙ্গা রাজু |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | ওয়াইএসআর কংগ্রেস পার্টি |
কানুমুরু রঘু রাম কৃষ্ণ রাজু হলেন একজন ভারতীয় শিল্পপতি ও রাজনীতিবিদ, যিনি ওয়াইএসআর কংগ্রেস পার্টির রাজনীতির সাথে যুক্ত। সপ্তদশ লোকসভা নির্বাচনে তিনি নারসাপুরাম লোকসভা কেন্দ্র থেকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২]
জীবনী
[সম্পাদনা]কানুমুরু রঘু রাম কৃষ্ণ রাজু ১৯৬২ সালের ১৪ মে অন্ধ্রপ্রদেশের বিজয়াওয়াডাতে জন্মগ্রহণ করেন।[৩] তার বাবার নাম ভেঙ্কটাসূর্যনারায়ণা রাজু কানুমুরু ও মায়ের নাম অন্নপূর্ণা কানুমুরু। তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।[৩] ২০১৯ সালে তিনি লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন।
কানুমুরু লঘু রাম কৃষ্ণ রাজু ১৯৮০ সালের ২৮ এপ্রিল রমা দেবী কানুমুরুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩] তাদের এক পুত্র ও এক কন্যা আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভারতে সাধারণ নির্বাচন ২০১৯-এর ফলাফল"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯।
- ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF)। Election Commission of India। ২৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯।
- ↑ ক খ গ "Kanumuru, Shri Raghu Ramakrishna"। www.loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।