কাতারের পৌর নির্বাচন, ২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাতারের সেন্ট্রাল মিউনিসিপ্যাল কাউন্সিলের (সিএমসি) ষষ্ঠবারের পৌর নির্বাচন ১৬ এপ্রিল ২০১৯-এ অনুষ্ঠিত হয়। যারা ভোট দিয়েছেন তাদের সরকারি সংখ্যা হল ১৩,৩৩৪, যা কাতারি জনসংখ্যার প্রায় ১/১৩ ভাগ, এবং ২০১৫ সালের তুলনায় নয় শতাংশ কম।[১]

ফলাফল[সম্পাদনা]

বেশ কয়েকজন সুপরিচিত প্রতিষ্ঠানের প্রার্থীর জায়গায় বেশ কয়েকজন ‘তরুণ, অপেক্ষাকৃত অপরিচিত’ প্রার্থী নির্বাচিত হন।[১]

বিশ্লেষণ[সম্পাদনা]

একটি কাতার ইউনিভার্সিটির প্রাক-নির্বাচন জনমত জরিপে দেখা গেছে যে কাতারিরা সিএমসিকে ভোট দিতে না চাওয়ার সবচেয়ে সম্ভাব্য কারণ ছিল সময়ের অভাব, সিএমসির প্রকৃত রাজনৈতিক ক্ষমতার অভাব এবং গ্রহণযোগ্য প্রার্থীর অভাব।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gengler, Justin; Al Ansari, Majed (২০১৯-০৪-২৫)। "Qatar's first elections since 2017 reveal unexpected impact of GCC crisis"Al-Monitor/Thomson Reuters। ২০১৯-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০১