কাতারের পৌর নির্বাচন, ২০০৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১ এপ্রিল ২০০৭-এ কাতারে তৃতীয়বারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।[১] সেন্ট্রাল মিউনিসিপ্যাল কাউন্সিলের ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন নারী ও ১২২ জন পুরুষ। ১৭৪,০০০ কাতারিদের মধ্যে প্রায় ২৮,০০০ নাগরিক ভোট দিতে সক্ষম হয়,[২] এবং সামগ্রিক ভোটার উপস্থিতি ছিল ৫১.১ শতাংশ।

তিনজন মহিলা প্রার্থীর মধ্যে একজন, শেখা ইউসুফ হাসান আল জুফাইরি, সর্বমোট ১২৫ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। তার বিমানবন্দর নির্বাচনী এলাকায় ভোটার উপস্থিতি ছিল দেশের সর্বনিম্ন ২৮ শতাংশ, যেখানে আল শামালিয়া এবং শামালে ভোটার উপস্থিতি ছিল ৮০ শতাংশের বেশি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Vote prepares Qatar for key polls ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত অক্টোবর ১৪, ২০০৭ তারিখে MWC News, 1 April 2007
  2. Qatar's municipal balloting seen as democracy test ahead of parliament elections International Herald Tribune, 31 March 2007