বিষয়বস্তুতে চলুন

কাগজে কলমে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিজ্ঞানে, বিশেষ করে জীববিজ্ঞানে কাগজে কলমে বলতে সেইসব গবেষণাকর্ম বা পরীক্ষাকে বোঝায়, যেগুলি কেবল কাগজে কলমে সম্পাদন করা হয়। যেমন রোগবিস্তারবিজ্ঞানে অধি-বিশ্লেষণগুলি কোনও রোগীর সাথে সম্পর্ক ছাড়াই সম্পাদন করা হয়। কাগজে কলমে পরিভাষাটির সাথে "জীবদেহের ভেতরে", "জীবদেহের বাইরে", "কাচের ভেতরে" এবং "পরিগণকের (কম্পিউটারের) ভেতরে" পদবন্ধগুলির তুলনা করা যায়। প্রথম তিনটির সাথে এর কোনও সম্পর্ক নেই, তবে চতুর্থটিকে অর্থাৎ "পরিগণকের ভেতরে" পরিভাষাটিকে "কাগজে কলমে" পরিভাষার একটি সম্প্রসারণ হিসেবে গণ্য করা যেতে পারে।

"কাগজে কলমে" কথাটিকে ইংরেজিতে "ইন পাপিরো" (In papyro) (বিকল্প উচ্চারণে "ইন প্যাপিরো") নামক একটি ছদ্ম লাতিন পদবন্ধ দিয়ে নির্দেশ করা হতে পারে।

আরও দেখুন

[সম্পাদনা]