বিষয়বস্তুতে চলুন

কাঁঠালীচাঁপা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাঁঠালীচাঁপা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Magnoliids
বর্গ: Magnoliales
পরিবার: Annonaceae
গণ: Artabotrys
প্রজাতি: A. odoratissimus

কাঁঠালীচাঁপা বা কাঁঠালচাঁপা (বৈজ্ঞানিক নাম: Artabotrys odoratissimus) 'Annonaceae' পরিবারভুক্ত এবং Artabotrys গণভুক্ত এক প্রকার উদ্ভিদ ও তার ফুল। কাঁঠালীচাঁপার রঙ সবুজাভ হলুদ এবং পাকা কাঁঠালের মত তীব্র ঘ্রাণযুক্ত; একারণেই এর নাম হয়েছে কাঁঠালচাঁপা। এই গাছ আকারে বিশাল বলে ছোট বাগানের জন্য এটি উপযুক্ত নয়। এটি ছাটাই করে সুন্দর রাখতে হয়। বীজ বা কলমের মাধ্যমে এর বিস্তার ঘটানো হয়।[][]

এটি বড় আকারের কাষ্ঠল-লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ। বড় হলে নুয়ে পড়ে। ছোট ডালগুলো কাঁটায় রূপান্তরিত হতে পারে। পাতা উজ্জ্বল সবুজ, আয়ত-ভল্লাকার।[][]

আদিনিবাস

[সম্পাদনা]

এর আদিভূমি দক্ষিণ চীন, মায়ানমার, ফিলিপাইন ও ভারতবর্ষ।[][]

গাছে সারা বছরই ফুল হয় তবে গ্রীষ্ম ও বর্ষায় ফুল বেশি হয়। অপরিণত ফুলের রং কাঁচা সবুজ, পরিণত হলে পাকা কাঁঠালের গন্ধ ছড়ায়। এভাবে অনেকেই ফুল শনাক্ত করেন। রং হলদেটে বা সোনালি হলুদ, কাক্ষিক, পাপড়ির সংখ্যা ৬ এবং খোলা। ফুলের বোঁটা বাঁকা, আঁকশির গড়ন। গুচ্ছবদ্ধ ফল গোলাকার, দেখতে অনেকটা আঙুরের থোকার মতো এবং পাখিদের প্রিয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Floriculture in India By Gurcharan Singh Randhawa, Amitabha Mukhopadhyay> Page 182 [১]
  2. বৃষ্টিভেজা কাঁঠালিচাঁপা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৪-১১ তারিখে, মোকারম হোসেন, দৈনিক আমার দেশ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: আগস্ট ১৩, ২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

[সম্পাদনা]