কল্পনা উইলসন ভট্টাচার্য
অবয়ব
কল্পনা উইলসন ভট্টাচার্য | |
---|---|
জন্ম | ২৩ শে সেপ্টেম্বর, ১৯৬৬ |
মাতৃশিক্ষায়তন | লন্ডন বিশ্ববিদ্যালয় |
রাজনৈতিক দল | দক্ষিণ এশীয় সলিডারিটি গ্রুপ |
দাম্পত্য সঙ্গী | দীপঙ্কর ভট্টাচার্য |
সন্তান | অনন্যা উইলসন ভট্টাচার্য |
পিতা-মাতা | নিমাই ভট্টাচার্য জেনি উইলসন |
কল্পনা উইলসন হলেন একজন লেখক, সাংবাদিক এবং লন্ডনের একজন কমিউনিস্ট নেত্রী। তিনি দক্ষিণ এশীয় সলিডারিটি গ্রুপ রাজনৈতিক দলটির অন্যতম নেত্রী।
কল্পনা উইলসন ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন দলের চতুর্থ ও বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য-এর দাম্পত্য সঙ্গী।[১][২] দীপঙ্কর ভট্টাচার্য ও কল্পনা উইলসনের একমাত্র সন্তান হলেন অনন্যা উইলসন ভট্টাচার্য।[৩][৪]