কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
গঠিত | ১৯৬৯,পরিদপ্তর থেকে অধিদপ্তরে উন্নীত ২০১৪ সালে |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর একটি সরকারী অধিদপ্তর, বাংলাদেশের কারখানা,শিল্পে স্বাস্থ্য ও নিরাপত্তা পরিদর্শনের জন্য কাজ করে। এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এছাড়া সারা দেশে ৩১ টি জেলা কার্যালয় বিদ্যমান। এটি কলকারখানা ও প্রতিষ্ঠানের কর্মপরিবেশের শ্রম নিরাপত্তা এবং শ্রম অধিকার বাস্তবায়ন হচ্ছে কিনা,তা তদারকি করে।এছাড়া শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা,মেটার্নিটি,কর্মক্ষেত্রে দূর্ঘটনা তদন্ত, ক্ষতিপূরন নিশ্চিতকরন ও চাকুরী অবসানজনিত ক্ষতিপূরন বিষয়ক কাজ করে থাকে। শ্রমিকদের শ্রম নিরাপত্তা সংক্রান্ত টোল ফ্রি হেল্প লাইন রয়েছে ১৬৩৫৭, [১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান সরকারের শ্রম নীতির আলোকে ও এয়ার ভাইস মার্শাল নূর খানের সুপারিশক্রমে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর গঠিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার পর পরিদপ্তরটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়। ২০১৩ সালের ২৪শে এপ্রিল ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশের কারখানাসমূহের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়।[৪] জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৩ সালের ২৩শে সেপ্টেম্বর অধিদপ্তরে উন্নীত করতে সম্মতি প্রদান করে। ১৫ জানুয়ারী ২০১৪ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "আমাদের সম্পর্কে"। dife.gov.bd। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
- ↑ আহমদ, ইকবাল (২০১৩)। Industrial Relations and Labour Management of Bangladesh (ইংরেজি ভাষায়)। ট্র্যাফোর্ড পাবলিশিং। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 978-1-4269-9652-8।
- ↑ Greenhouse, Steven; Manik, Julfikar Ali (২৫ জুন ২০১৪)। "Stalemate Over Garment Factory Safety in Bangladesh"। দ্য নিউইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরে যত অনিয়ম"। মানবজমিন। ১৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১।