কমেডি মাসালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমেডি মাসালার লোগো

কমেডি মাসালা, সিঙ্গাপুরের সার্কুলার রোডে অবস্থিত জনসম্মুখে উপস্থিত কৌতুকের একটি ভেন্যু বা স্থান। ২০১০ সালের সেপ্টেম্বরে ওমর রানা প্রতিষ্ঠিত, কমেডি মাসালা একটি সাপ্তাহিক স্ট্যান্ড-আপ কমেডি শো পরিচালনা করে যা সিঙ্গাপুর এবং আন্তর্জাতিক কৌতুক অভিনেতাদের মিলনমেলা,[১] যাতে প্রতি সপ্তাহে প্রায় ২০০ ভক্তকে আকর্ষণ করে [২] এবং বিশ্বের সুপরিচিত কৌতুক অভিনেতাদের হোস্ট করেছে। যাদের মধ্যে বুচ ব্রাডলি, ওয়ালি কলিন্স, আল ডুকার্মে এবং পল ওগাটা অন্তর্ভুক্ত। কমেডি মাসালা সিঙ্গাপুরে একমাত্র উন্মুক্ত স্থান যা একটি ওপেন মাইক বিন্যাস সরবরাহ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]