বিষয়বস্তুতে চলুন

কমল দেশাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমল দেশাই
জন্মকমল দেশাই
১০ নভেমবর ১৯২৮
বেলগাবি জেলার ইয়ামকান মার্ডি
মৃত্যু১৭ জুন ২০১১

কমল দেশাই (১০ নভেম্বর ১৯২৮ – ১৭ জুন ২০১১) হলেন মারাঠি ভাষায় একজন ভারতীয় ঔপন্যাসিক।[]

তিনি বেলগাবি জেলার ইয়ামকান মার্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি বেলগামে অধ্যয়ন করেন,[] বোম্বে বিশ্ববিদ্যালয়ে মারাঠিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।[] দেশাই ১৯৫৫ সালে লেখালেখি শুরু করেন এবং পুনেতে অবসর গ্রহণ করেন।[]

তিনি তার ১৯৭৫ সালের উপন্যাস হাট ঘলনারী বাই (টুপি পরা নারী)-এর জন্য সর্বাধিক পরিচিত।[]

নির্বাচিত কাজ

[সম্পাদনা]
  • রঙ (রঙ), গল্প (১৯৬২)
  • রাতদিন আমা যুদ্ধ প্রসঙ্গ (আমরা দিনরাত্রি যুদ্ধের মোকাবিলা করি), উপন্যাস (১৯৬৩)
  • কালা সূর্য (অন্ধকার সূর্য), উপন্যাস (১৯৭২)
  • রং-২, গল্প (১৯৯৮)[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Tharu, Susie J; Lalita, Ke (১৯৯৩)। Women Writing in India: The twentieth century। পৃষ্ঠা 265–67। আইএসবিএন 1558610294 
  2. Miller, Jane Eldridge (২০০১)। Who's who in Contemporary Women's Writing। পৃষ্ঠা 81–82। আইএসবিএন 0415159806