কমলাচোখা গেছো ব্যাঙ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কমলাচোখা গেছো ব্যাঙ
Ranoidea chloris
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Amphibia
বর্গ: Anura
পরিবার: Pelodryadidae
গণ: Ranoidea
প্রজাতি: R. chloris
দ্বিপদী নাম
Litoria chloris
মানচিত্রের সবুজ অংশটি কমলাচোখা গেছো ব্যাঙেের বসবাসের অঞ্চল নির্দেশ করছে
প্রতিশব্দ
  • Hyla chloris Boulenger, 1892
  • Litoria chlorisTyler, 1971
  • Dryomantis chloris
    – Wells and Wellington, 1985
  • Dryopsophus chloris – Duellman, Marion, and Hedges, 2016

রেনোইডিয়া ক্লোরিস (Ranoidea chloris), যা সাধারণত লালচোখা গেছো ব্যাঙ বা কমলাচোখা গেছো ব্যাঙ হিসাবে সমধিক পরিচিত, এটি পূর্ব অস্ট্রেলিয়ার গেছোব্যাঙ প্রজাতির একটি বৃক্ষনিবাসী ব্যাঙ; অস্ট্রেলিয়ার সিডনি থেকে উত্তর-কুইন্সল্যান্ডের প্রোসারপাইন পর্যন্ত এদের বিচরণক্ষেত্র।[১] এর বৈজ্ঞানিক নাম Ranoidea chloris

বিবরণ[সম্পাদনা]

কমলাচোখা গেছো ব্যাঙের উপরের দিকে অর্থাৎ পিঠে একটি সমান উজ্জ্বল সবুজ, মাঝে মাঝে হলুদ দাগযুক্ত এবং নীচের অংশে উজ্জ্বল হলুদ বিশিষ্ট। এর হাত এবং পায়ের সামনের দিকগুলি সবুজ এবং নীচের অংশটি হলুদ বা সাদা। বয়স্কদের মধ্যে উরুদ্বয় নীল/বেগুনি থেকে নীল/কালো রঙের হতে পারে। এর কেন্দ্রে সোনালী চোখ রয়েছে, যা চোখের প্রান্তের দিকে লাল হয়ে যায়। চোখের রঙের তীব্রতা ব্যাঙের মধ্যে পরিবর্তনীয়। টাইমপানাম দৃশ্যমান এবং একটি পরিপক্ব ব্যাঙ ৬৫ মি.মি. আকারে পৌঁছায়।

ট্যাডপোলগুলি সাধারণত ধূসর বা বাদামী হয় এবং পাশাপাশি সোনালী রঙ্গক বা পিগমেন্ট থাকতে পারে। অনুরূপ আরো একটি প্রজাতি, কমলা-উরুযুক্ত ব্যাঙ (Litoria xantheroma/লিটোরিয়া জ্যানথেরোমা) প্রোসারপিনের উত্তরে পাওয়া যায় এবং এর উরুর পিছনটা কমলা রংয়ের হয়ে থাকে


প্রজাতিটির মধ্যে রঙের ভিন্নতা: উপরের ব্যাঙটি একটি গাঢ় সবুজ পৃষ্ঠের হলুদ দাগযুক্ত এবং আইরিসের দিকে ধূসর দেখায়। বামদিকের ব্যাঙের উজ্জ্বল-লাল চোখ ও সমতল উজ্জ্বল-সবুজ ডরসাল পৃষ্ঠ রয়েছে।

পোষা হিসেবে পালন[সম্পাদনা]

এই প্রজাতির ব্যাঙ পালন করাও হয়ে থাকে।[২] অস্ট্রেলিয়ায়, এই প্রাণীটিকে উপযুক্ত অনুমতি দিয়ে বন্দী করে (খাঁচা বা এরূপ সরঞ্জামে পোষার উদ্দেশ্যে উপযুক্ত পরিবেশে) রাখা যেতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Litoria chloris"Frogs Australia Network। ২৩ ফেব্রুয়ারি ২০০৫। ২৩ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১১ 
  2. Davidson, Mark (২০০৫)। Keeping Frogs। Australia: Australian Reptile Keeper Publications। আইএসবিএন 0-9758200-0-1