কন্যা সম্প্রদান
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
বাঙ্গালী হিন্দু বিবাহে অনেক ধরনের আচার-অনুষ্ঠান পালিত হয়। কন্যা সম্প্রদান সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আচার। বিবাহের মন্ডপে পুরোহিতের উপস্থিতিতে কনের পিতা কিংবা পিতৃস্থানীয় কেউ এই কাজটি সম্পন্ন করেন।
কন্যা সম্প্রদানের সময় বর ও কনেকে বিবাহের নির্দিষ্ট পোশাক পরিয়ে পিঁড়িতে মুখোমুখি বসানো হয়। রীতি অনুযায়ী বরকে পূর্বমুখী আর কনেকে পশ্চিমমুখী হয়ে বসতে হয়। যিনি কন্যা সম্প্রদান করেন তিনি উত্তরমুখী হয়ে বসেন। পুত্তলি অঙ্কিত, আম্রপলবে সুশোভিত, গঙ্গাজলপূর্ণ একটা ঘটের উপর বরের চিৎ করা ডান হাতের উপর কনের ডান হাত রাখা হয়। তার উপরে নতুন একটা লাল গামছায় বাঁধা পাঁচ রকমের পাঁচটি ফল, কুশপত্র আর ফুলের মালা দিয়ে বেঁধে দেয়া হয়। সম্প্রদানকর্তা মন্ত্রোচ্চারণ করে বরের হাতে সারাজীবনের জন্য কন্যাকে সম্প্রদান করে থাকেন। এসময় বরও নিয়মানুযায়ী তার স্ত্রীর সারাজীবনের দায়িত্বভার গ্রহণ করে থাকে।