বিষয়বস্তুতে চলুন

কচি সংসদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কচি সংসদ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅশোক মুখোপাধ্যায়
কাহিনিকাররাজশেখর বসু
উৎসলেখক কর্তৃক 
মূল কাজের শিরোনাম
শ্রেষ্ঠাংশেমেঘনাদ ভট্টাচার্য্য, রমাপ্রসাদ বনিক,
অনিল দে

কচি সংসদ হলো একটি টেলিফিল্ম, যা '৯০ এর দশকে দূরদর্শন প্রথম সম্প্রচার করা হয়। এই টেলিফিল্মটি প্রখ্যাত লেখক রাজশেখর বসুর [] (পরশুরাম) ছোট গল্প "কচি স্ংসদ" অনুসৃত। এই টেলিফিল্মটি পরিচালনা করেছিলেন অশোক মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় অভিনয় করেন মেঘনাদ ভট্টাচার্য্য, রমাপ্রসাদ বনিক, অনিল দে প্রমুখ। []

কাহিনী

[সম্পাদনা]

ব্রজেন উকিল শরতের ছুটিতে অনিচ্ছাসত্তেও পরিবার নিয়ে দার্জিলিং ঘুড়তে যায়। দার্জিলিংএ গিয়ে ব্রজেনের সাথে দেখা হয় ডুম্রাওনের মোক্তার নকুর মামার সাথে। তিনি দার্জিলিং এসেছেন পাগলাটে ভাইপো কেষ্টর বিবাহ উপলক্ষে। কেষ্ট সম্প্রতি কতগুলো ছোঁড়ার সর্দার হয়ে এক সমিতি গঠন করেছে, নাম কচি সংসদ। কচি সংসদের সদস্যরা ইতিমধ্যেই দার্জিলিংএর মুনসাইন ভিলাতে উপস্থিত। সংসদের সেক্রেটারি পেলব রায়। সংসদের বাকি সভ্যরা হল শিহরন সেন, বিগলিত ব্যানার্জি, অকিঞ্চিৎ কর, হুতাশ হালদার, দোদুল দে এবং লালিমা পাল।

দিন কয়েক পরে কেষ্টাও উপস্থিত হয় দার্জিলিং, টুনিদির ননদ পদ্মমধু বোসকে বিবাহের জন্য। সেখানে ব্রজেনের মধ্যস্থতায় এক অভিনব মতামত যাচাই পর্ব অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত হাস্যকর মতামত যাচাই পর্ব ব্যর্থ হওয়ার পরে কেষ্টা কচি সংসদ ভেঙ্গে দিয়ে ভোরের ট্রেনে টুনিদিদির পরিবারের সাথে কলকাতায় ফেরে।

অভিনেতা-অভিনেত্রী

[সম্পাদনা]
  • মেঘনাদ ভট্টাচার্য্য
  • রমাপ্রসাদ বনিক
  • অনিল দে
  • বিদ্যুৎ নাগ
  • সরস্বতী বন্দ্যোপাধ্যায়
  • লক্ষ্মী দাশগুপ্ত
  • দেবশ্রী দাশগুপ্ত
  • শিবশঙ্কর ঘোষ
  • কমল মান্না
  • শ্যামল ঘোষ
  • শ্যামল চক্রবর্ত্তী
  • গৌতম চক্রবর্ত্তী
  • প্রসেনজৎ রক্ষিত
  • উৎপল চক্রবর্ত্তী
  • ভাস্কর চক্রবর্ত্তী
  • অনিল সাহা

কলাকুশলী

[সম্পাদনা]
  • অশোক মুখোপাধ্যায় (পরিচালনা, টাইটেল সং)
  • চন্দন সেন (চিত্রনাট্য)
  • বাসব সিনহা (চিত্রগ্রহণ)
  • সুদীপ্ত ভৌমিক (সম্পাদনা)
  • জয়দীপ ঘোষ (শব্দগ্রহণ)
  • তড়িৎ চৌধুরী (শিল্প নির্দেশনা)
  • মুরারী রায়চৌধুরী (সঙ্গীত পরিচালনা)
  • রামাশিস্ বক্সী (সহকারী পরিচালক)
  • প্রবাল চক্রবর্ত্তী (সহকারী পরিচালক)
  • অসিত সেন (স্থির চিত্র)
  • বাপী নিখিল গোরা (আলো)
  • সুদীপ বসু (কর্মাধ্যক্ষ)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kochi Sansad [Club for Tender Spirits]: Translation of A Short Story By Parashuram (or Rajsekhar Basu) [Parabaas Translation]"www.parabaas.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১১ 
  2. Rajsekhar Basu (রাজশেখর বসু) (১৯৫০-০১-০৫)। Poroshuram Golpo Samagra ( পরশুরাম গল্পসমগ্র )