ককবরক সাহিত্য সভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ককবরক সাহিত্য সভা (কেবিএসএস) গঠিত হয়েছিল ৮ অক্টোবর ১৯৭২ সালে, লে. আলিন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে। তারপর থেকে, এটি ত্রিপুরার (টুইপ্রা) ককবরক ভাষার উন্নয়নে কাজ করছে। রাজ্যের রাজধানী আগরতলায় কেবিএসএস-এর অফিস রয়েছে।

বর্তমান সভাপতি[সম্পাদনা]

সংগঠনটির বর্তমান সভাপতি লেখক ও অভিনয়শিল্পী নন্দকুমার দেববর্মা

তিপ্রা জনগোষ্ঠী[সম্পাদনা]

উদ্ধৃতি: "টিপ্রাসের ইতিহাস বিশ্বের প্রাচীনতমগুলির মধ্যে একটি। প্রায় ৮০০০ - ১২০০০ বছর আগে (অর্থাৎ খ্রিস্টপূর্ব ১০,০০০ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সময়কাল) প্রস্তর যুগের মাঝামাঝি সময়ে, ককেশীয় এবং মঙ্গোলীয়রা যথাক্রমে ভারতের পশ্চিম সীমান্ত এবং উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে এই দেশে প্রবেশ করেছিল। 1 এই যুগের শেষ বিভাগে, মৃৎশিল্প এবং কৃষির প্রচলন হয়েছিল মানব সমাজে।"

আরো দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • borokpeople.com ককবরক সাহিত্য সভার অফিসিয়াল ওয়েবসাইট।