ও প্রাণের রাজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ও প্রাণের রাজা"
বাদশা (অরিজিনাল মোশন পিকচার্স সাউন্ডট্র‍্যাক) অ্যালবাম থেকে
আলী হোসেন ফিচারিং প্রবাল চৌধুরী, উমা খান কর্তৃক একক
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২৮ সেপ্টেম্বর ১৯৭৫ (1975-09-28)
ধারাঢালিউড
দৈর্ঘ্য:৫৩
সুরকারআলী হোসেন
গীতিকারগাজী মাজহারুল আনোয়ার
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "ও প্রাণের রাজা"

ও প্রাণের রাজা হচ্ছে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত আকবর কবির পিন্টু পরিচালিত বাদশা চলচ্চিত্রের একটি গান। গানটি গেয়েছেন প্রবাল চৌধুরীউমা খান এবং এর গীত রচনা করেছেন বিখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী হোসেন। গানটিতে অভিনয় করেন বাংলাদেশের অভিনেত্রী শাবানা ও খসরু।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শাবানা-খসরু বর্তমানে অপু-শাকিব (ভিডিও)"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-০১। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  2. "খসরু-শাবানার গানে শাকিব-অপু (ভিডিও)"জাগো নিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  3. "শাবানার গানে নাচলেন অপু (ভিডিও)"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪