বিষয়বস্তুতে চলুন

ওহাইও স্টেট রুট ১৬৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

State Route 167 marker

State Route 167

ম্যাপে এসআর ১৬৭ লাল কালিতে চিত্রিত
পথের তথ্য
ওডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১৪.০৮ মা[] (২২.৬৬ কিমি)
অস্তিত্বকাল১৯২৩[][]–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:এসআর ৪৬ SR ৪৬ / SR ৩০৭এসআর ৩০৭, জেফার্সন
প্রধান সংযোগস্থলএসআর ১১ SR ১১, জেফার্সনের নিকটে
এসআর ৭ SR ৭, পিয়ারপন্ট
পূর্ব প্রান্ত:পিএ ১৯৮ PA ১৯৮, কানিয়াটের নিকটে
অবস্থান
কাউন্টিসমূহঅ্যাস্টাবুলা
মহাসড়ক ব্যবস্থা
  • ওহাইও অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
SR ১৬৬ SR ১৬৮

স্টেট রুট ১৬৭ (এসআর ১৬৭) যুক্তরাস্ট্রের উল্টর-পূর্বাঞ্চলীয় ওহাইও রাজ্যের অন্তর্গত পূর্ব-পশ্চিমমুখী ১৪.০৮ মাইল (২২.৬৫ কি.মি) লম্বা একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটির পশ্চিম প্রান্তবিন্দু জেফার্সনের এসআর ৪৬ এবং এসআর ৩০৭ এর মিলিত সড়কের উত্তরপ্রান্তে অবস্থিত, যখন কিনা রাস্তাটির পূর্বপ্রান্ত বিন্দু কনিয়াট থেকে ১৩ মাইল (২১ কি.মি) দক্ষিণে পেন্সিলভেনিয়া স্টেট লাইনে অবস্থিত, এখান থেকে রাস্তাটি পেন্সিলভেনিয়া রুট ১৯৮ (পিএ ১৯৮) নামধারন করে পূর্বদিকে চলতে থাকে। ১৯২৩ সালে রাস্তাটিকে তৈরী করার পর তিনবার দিক পরিবর্তন করা হয়েছে।

রাস্তার বিবরণ

[সম্পাদনা]

জেফার্সনের এসআর ৪৬ এবং এসআর ৩০৭ এর মিলিত সড়কের উত্তরপ্রান্তবিন্দু থেকে এসআর ১৬৭ এর যাত্রা শুরু। বিচ স্ট্রিট নামে পরিচিত এই রাস্তাটি পূর্বদিক বরাবর চলে আস্টাবিউলা, কার্সন এন্ড জেফার্সন এর মালিকানাধীন একটি রেলপথ অতিক্রম করে। এসআর ১৬৭ আস্তে আস্তে উল্টর-পূর্বদিক বরাবর মোড় নিয়ে প্রায় তিনমাইল পথ অতিক্রম করে এসআর ১১ এর ডায়মন্ড ইন্টারচেঞ্জে উপস্থিত হয়। তারপর ডেনমার্ক ট্উানশিপের মাঝামাঝি পৌছে রাস্তাটি এসআর ১৯৩ অতিক্রম করে। এরপর স্ট্যানহোপ-কিলন্সভ্যালি রাস্তা অতিক্রম করে, এসআর ১৬৭ প্রথমে সামান্য উত্তরদিকে ঘুড়ে যায় এবং তারপর আবার দক্ষিণ দিকে ঘুড়ে গিয়ে সোজা পূর্বদিক বরাবর চলতে থাকে। পিয়ারপন্ট গ্রামে এসে রাস্তাটি এসআর ৭ এর সাথে মিলিত হয়ে প্রায় একমাইল পথ উত্তরদিকে অতিক্রম করে। অবশেষে রাস্তাটি আবার পূর্বদিকে ঘুরে গিয়ে ওহাইও-পেন্সিলভেনিয়া স্টেট লাইন অতিক্রম করে পিএ ১৯৮ নামধারন করে। পরবর্তি অংশের বেশিরভাগ রাস্তাই কৃষিখেতের পাশ দিয়ে চলমান।[][] রাস্তাটির জেফার্সন প্রান্তদিয়ে দৈনিক গড়ে সর্বোচ্চ ২,২৬০ টি যানবাহন চলাচল করে।[] অন্যদিকে স্টেট লাইন প্রান্তদিয়ে সর্বনিম্ন দৈনিক গড়ে ৩৩০টি যানবাহন চলাচল করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯২৩ সালে এসআর ৭ থেকে সংক্ষিপ্ত পথে পেন্সিলভেনিয়া স্টেট লাইনের পূর্ব রিচমন্ড সেন্টারে যাবার সড়ক হিসেবে একটি গ্রামের মধ্যদিয়ে রাস্তাটি তৈরী করা হয়।[][] তারপর ১৯২৮ সালে, রাস্তাটিকে জেফার্সন থেকে পেন্সিলভেনিয়া স্টেট লাইনের পিয়ার পয়েন্ট পর্যন্ত বর্ধিত করা হয়। নতুন পশ্চিম প্রান্তবিন্দুটি তখন ছিল এসআর ৪৬/৮৪ তে (বর্তমান এসআর ৩০৭) জেফার্সন এবং পূর্বপ্রান্তবিন্দুটি ছিল স্টেট লাইনের উল্টর রিচমন্ড সেন্টারে।[][] তারপর ১৯৩২ সালে রাস্তাটির ইউএস ৬ এর সাথে মিলিত সড়ক তৈরী করে। মিলিত অংশটি এসআর ৭ থেকে পেন্সিলভেনিয়া স্টেট লাইন পর্যন্ত বিস্তৃত ছিল।[][] ১৯৩৯ সালে রাস্তাটির ইউএস ৬ এর মিলিত অংশকে এসআর ৫৩৮ দ্বারা প্রতিস্থাপন করা হয়।[১০][১১] এরপর ১৯৬৯ সালে, এসআর ১১ কে অ্যাট-গ্রেট ইন্টারসেকশান[১২] হিসেবে এসআর ১৬৭ তে খোলা হয়, সাত বছর পর, ইন্টারসেকশানকে ইন্টারচেঞ্জ হিসেবে পরিবর্তন করা হয়।[১৩][১৪] ১৯৭৯ থেকে ১৯৮১ সালের দিকে, রাস্তাটিকে উত্তর জেফার্সন থেকে বর্তমান অবস্থায় ঘুরিয়ে দেয়া হয়।[১৫][১৬]

মূখ্য অংশবিশেষ

[সম্পাদনা]
পিয়ারপন্টের নিকটে এসআর ১৬৭

সম্পূর্ণ রুটটি হল অ্যাস্টাবুলা কাউন্টি-এ।

অবস্থানমাঃ[]কিঃমিঃগন্তব্যটীকা
জেফার্সন০.০০০.০০এসআর ৪৬ SR ৪৬ / SR ৩০৭এসআর ৩০৭এসআর ১৬৭ এর পশ্চিম প্রান্তবিন্দু
ডেনমার্ক Township২.৯৯–
৩.১৫
৪.৮১–
৫.০৭
এসআর ১১ SR ১১  – অ্যাস্টাবুলা, ইয়ংসটাউনডায়মন্ড ইন্টারচেঞ্জ
৫.৩৫৮.৬১এসআর ১৯৩ SR ১৯৩অ্যাট-গ্রেড ইন্টারসেকশান
পিয়ারপন্ট টাউনশিপ১০.৪৬১৬.৮৩এসঅার ৭ SR ৭ দক্ষিণমিলিত এসআর ৭ এর দক্ষিণ প্রান্তবিন্দু
১১.৩৭১৮.৩০এসআর ৭ SR ৭ উত্তরমিলিত এসআর ৭ এর উত্তর প্রান্তবিন্দু
১৪.০৮২২.৬৬পিএ ১৯৮ PA ১৯৮ পূর্বপেন্সিলভেনিয়া স্টেট লাইন
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র

[সম্পাদনা]

রুটের মানচিত্র:

KML is from Wikidata
  1. Ohio Department of Transportation"Technical Services DESTAPE" (পিডিএফ)। নভেম্বর ১২, ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১০, ২০১৪ 
  2. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে and Public Works (এপ্রিল ১৯২২)। Map of Ohio State Highways Showing All Improved Roadways and Indicating System Constructed Under Administration of Gov. Harry L. Davis (পিডিএফ) (মানচিত্র)। c. 1:563,200। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে and Public Works। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩ 
  3. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে and Public Works (জুলাই ১৯২৩)। Map of Ohio Showing State Routes (পিডিএফ) (মানচিত্র)। 1:760,320। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে and Public Works। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩ 
  4. গুগল (জানুয়ারি ৩, ২০১৩)। "Ohio State Route 167" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১৩ 
  5. Staff। "Transportation Information Mapping System"। Ohio Department of Transportation। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে and Public Works (জুন ১, ১৯২৭)। Map of Ohio Showing State Routes (পিডিএফ) (মানচিত্র)। 1:760,320। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে and Public Works। ওসিএলসি 5673562। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩ 
  7. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে (আগস্ট ১, ১৯২৮)। Map of Ohio Showing State Highway System (পিডিএফ) (মানচিত্র)। 1:760,320। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে। ওসিএলসি 5673562, 7434854। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  8. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে (১৯৩১)। Map of Ohio Showing State Highway System (পিডিএফ) (মানচিত্র)। 1:760,320। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে। ওসিএলসি 5673562, 7231737। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  9. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে (১৯৩২)। Map of Ohio Showing State Highway System (পিডিএফ) (মানচিত্র)। 1:760,320। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে। ওসিএলসি 5673562, 7231704। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  10. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে (১৯৩৮)। ওহাইও অঙ্গরাজ্যের মহাসড়কের আনুষ্ঠানিক মানচিত্র (পিডিএফ) (মানচিত্র)। 1:633,600। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে। ওসিএলসি 5673562, 7453129। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  11. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে (১৯৩৯)। Ohio Highway Map (পিডিএফ) (মানচিত্র)। 1:633,600। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে। ওসিএলসি 5673562, 7408341। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  12. ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে (১৯৬৯)। মহাসড়কের আনুষ্ঠানিক মানচিত্র (পিডিএফ) (মানচিত্র)। c. 1:563,200। Columbus: ওহাইও ডিপার্টমেন্ট অফ হাইওয়ে। ওসিএলসি 5673562, 7448779। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১৪  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  13. Ohio Department of Transportation (১৯৭৫)। Ohio Transportation Map (পিডিএফ) (মানচিত্র)। 1:554,400। Columbus: Ohio Department of Transportation। ওসিএলসি 5673562। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১৪ 
  14. Ohio Department of Transportation (১৯৭৬)। Ohio Transportation Map (পিডিএফ) (মানচিত্র)। 1:554,400। Columbus: Ohio Department of Transportation। ওসিএলসি 5673562, 13655720, 35168139। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১৪  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  15. Ohio Department of Transportation (১৯৭৯)। Ohio Transportation Map (পিডিএফ) (মানচিত্র)। 1:554,400। Columbus: Ohio Department of Transportation। ওসিএলসি 5673562, 7302607। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)
  16. Ohio Department of Transportation (১৯৮১)। Ohio Transportation Map (পিডিএফ) (মানচিত্র)। 1:554,400। Columbus: Ohio Department of Transportation। ওসিএলসি 5673562, 35823444। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩  templatestyles stripmarker in |id= at position 1 (সাহায্য)