ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
অবয়ব
পূর্বসূরী | ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৯০ (তহবিল হিসেবে) ২০১৮ (বোর্ড হিসেবে) |
ধরন | বোর্ড |
সদরদপ্তর | প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মহাপরিচালক | মোঃ হামিদুর রহমান, অতিরিক্ত সচিব |
প্রধান প্রতিষ্ঠান | প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (অনু. মজুরি উপার্জনকারী কল্যাণ বোর্ড) একটি সরকারি কল্যাণ বোর্ড যা প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করে। এটি ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]মজুরি উপার্জনকারী কল্যাণ বোর্ড ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মজুরি উপার্জনকারীদের কল্যাণ তহবিল পরিচালনা করার জন্য যা একসাথে শুরু হয়েছিল। এটি একটি আন্ত-সরকারী অফিসিয়াল বোর্ড দ্বারা পরিচালিত হয়।[৩] মজুরি উপার্জনকারী কল্যাণ বোর্ড আইন -২০১৬ এর মাধ্যমে বোর্ডকে একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে তৈরি করা হয়েছিল।[৪] পরে প্রবাসী কল্যাণ বোর্ড আইন, ২০১৭ এর মাধ্যমে বোর্ডটি আরও জোরদার করা হয়েছিল।[৫] এটি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।[৬] এটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো'র সহায়ক হিসাবে কাজ করে।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PKB gets Tk 500m more from Wage Earners' Welfare Board"। thefinancialexpress-bd.com। The Financial Express। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "Why so many return dead?"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "Wage Earners' Welfare Board (WEWB)"। wewb.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "Wage Earners' Welfare Board law in the offing"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "Expatriates to get legal help"। observerbd.com। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "Deal signed with its four depts to assess performance quarterly"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "Jobs abroad for a better life"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।