ওয়ার্ডপ্রেস.কম
![]() | |
সাইটের প্রকার | ব্লগ হোস্টিং |
---|---|
পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী |
মালিক | অটোম্যাটিক |
প্রস্তুতকারক | অটোম্যাটিক |
ওয়েবসাইট | WordPress.com |
অ্যালেক্সা অবস্থান | ![]() |
বাণিজ্যিক | হ্যাঁ |
নিবন্ধন | ঐচ্ছিক |
ওয়ার্ডপ্রেস.কম (ইংরেজি: WordPress.com) অটোম্যাটেকি মালিকানাধীন এবং ওপেনসোর্স ওয়ার্ডপ্রেস সফ্টওয়্যার কর্তৃক পরিচালিত[২] একটি ব্লগ ওয়েব হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।[৩] এটি নিবন্ধিত ব্যবহারকারীদের ফ্রি ব্লগ হোস্টিং প্রদান করে থাকে এবং আর্থিক সমর্থন প্রদানের মধ্য দিয়ে হালনাগাদের মাধ্যমে[৪] "ভিআইপি" পরিষেবা এবং বিজ্ঞাপন সেবাও প্রদান করে থাকে।
এখন অধিকাংশ ওয়েবসাইট CMS দিয়ে তৈরি করা হয়। যার সিংহভাগ আছে ওয়ার্ডপ্রেসের দখলে। ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার বর্তমানে ৬১%! ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরির খরচটা তুলনামূলক কম। এবং user friendly environment. আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনি শুধুই একজন ডিজাইনার। আর আপনি যদি কোনো থিম/প্লাগইনের কোথাও নিজের মতো PHP/JS দিয়ে কাস্টমাইজ করেন, তাহলে আপনি একজন ডেভেলপার।[৫]
ওয়ার্ডপ্রেস বর্তমানের সবচেয়ে জনপ্রিয় CMS (Content Management System).ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারি ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল । ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে প্রায় সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। যার কারনে ওয়ার্ডপ্রেস দিনকে দিন অধিক জনপ্রিয় হয়ে উঠছে। ওয়ার্ডপ্রেস এর সাহায্যে ব্লগ সাইট থেকে শূরু করে ই-কমার্স সাইট বানানো বা তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স সফটওয়্যার হওয়ার ফলে যেকেউ ওয়ার্ডপ্রেস বিনামূল্যে ব্যবহার ও মোডিফাই করতে পারে। বর্তমানে বিশ্বের সকল ওয়েবসাইটের প্রায় ৪০ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী![৬]
ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার তৈরিকৃত সাটের জন্য সঠিক হোস্টিং সার্ভিস নিতে হবে, কারণ ভালোমানের হোস্টিং ছাড়া আপনার সাইটের লোডিং স্পিড অনেক স্লো হবে,তাই আপনার সাইটের ওপর ভিত্তি করে কি রকম রিসোর্স দরকার হবে সেই অনুযায়ি হোস্টিং নিতে হবে।
ওয়ার্ডপ্রেস সাইটের জন্য হোস্টিং প্রভাইডাররা বিভিন্ন রকমের হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। যার মধ্যে আপনাকে সঠিক হোস্টিং সার্ভিস এবং ভালো হোস্টিং প্রভাইডার যাচায় বাছায় করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেস শুধুমাত্র বিজনেস ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরীতেই নয়, বরং ই-কমার্স সাইট তৈরীরও অন্যতম জনপ্রিয় মাধ্যম। বিশ্বের অনেক বড় বড় ই- কমার্স প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক জায়েন্ট কোম্পানি তাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে ব্যবহার করছে।
এই ক্ষেত্রে ওয়েবসাইটের ভিন্নতার উপর নিরর্ভর করে হোস্টিং এর প্রয়োজন হয়। ওয়েবসাইট যদি বড় হয় তাহলে তার সেই অনুপাতে হোস্টিং সার্ভিস নিতে হবে,যাতে করে ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক থাকে এবং ভিজিটর সহজেই ওয়েবসাইট ভিজিট করে তার তথ্য বা সেবা নিতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Wordpress.com Site Info"। অ্যালেক্সা ইন্টারনেট। ১৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ০১, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "WordPress.com vs. WordPress.org"। কোম্পানির ওয়েবসাইট থেকে। সংগ্রহের তারিখ অক্টোবর ০৭, ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "WordPress.com Open"। Matt Mullenweg। নভেম্বর ২১, ২০০৫। সংগ্রহের তারিখ অক্টোবর ০৭, ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "ওয়ার্ডপ্রেস.কম-এ ফ্রি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করুন"। Mark Monyhan। ১৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ০৭, ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ https://bn.quora.com/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ https://www.cyberdeveloperbd.com/bn/best-hosting-for-wordpress/।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]