বিষয়বস্তুতে চলুন

ওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওয়ান (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
ওয়ান
ওয়ান চলচ্চিত্রের পোস্টার
One
পরিচালকবিরসা দাশগুপ্ত
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মহেন্দ্র সোনি
রচয়িতাঅভিমন্যু মুখোপাধ্যায় (চিত্রনাট্য)
শ্রেষ্ঠাংশে
সুরকারঅরিন্দম চট্টোপাধ্যায়
চিত্রগ্রাহকশুভংকর ভড়
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি
  • ১৪ এপ্রিল ২০১৭ (2017-04-14)
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

ওয়ান হল বিরসা দাশগুপ্ত পরিচালিত একটি ভারতীয় বাংলা অ্যাকশন থ্রিলার ছবি। এর চিত্রনাট্য লিখেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অধীনে শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান[]

চলচ্চিত্রটিতে সুরকার হিসেবে কাজ করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। নির্মাতাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়। ২০১৭-য় পয়লা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে। এটি তামিল চলচ্চিত্র থানি ওরুবন-এর পুনঃনির্মাণ। এর আগে তেলুগুতে ধ্রুব নাম দিয়ে মূল ছবিটির পুনঃনির্মাণ করা হয়েছে।

কাহিনী

[সম্পাদনা]

রণজয় এবং তার বন্ধুরা প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য যারা রাতে স্বনিযুক্ত ভিজিল্যান্টসও হন। আদিত্য সেন, একজন ব্যতিক্রমী ধূর্ত ও বিড়ম্বিত ব্যবসায়ী, একটি ফার্মাসিউটিক্যাল সাম্রাজ্যের মালিক এবং পরিচালনা করেন জাতীয় মাফিয়া এবং চুক্তি হত্যাকারী আদিত্যর কথায় কাজ করে। রণজয় তার তীক্ষ্ণ চিন্তাভাবনা এবং প্রবৃত্তি দিয়ে আদিত্যকে সন্দেহজনক বলে মনে হচ্ছে বেশ কয়েকটি আপাতদৃষ্টিতে সংযুক্ত সংঘবদ্ধ অপরাধমূলক ঘটনা, যার জন্য তিনি গোপনে একটি অনানুষ্ঠানিক তদন্ত করেন। আদিত্য যখন তার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহজনক হয়ে ওঠে এবং ঝামেলা বাধে এবং রণজয়ের বন্ধু অভিজিৎকে খুন করে ফেলেছিল সে একজন সৎ পুলিশ। পরবর্তী রণজয় দেখতে পেয়েছে যে আদিত্য স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে তার সমস্ত পরিকল্পনা করতে সক্ষম হয়েছিল এবং তিনি রণজয়কে ভিকিকে হত্যা করতে ভুল নির্দেশনা দিয়েছিলেন। পরে রণজয় আদিত্যের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং সম্পূর্ণরূপে তাকে ছিন্নভিন্ন করে দেন।

অভিনয়

[সম্পাদনা]

সংগীত

[সম্পাদনা]

বিভিন্ন শিল্পী ওয়ান-এর গান গেয়েছেন। সবগুলি গানেরই সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়। ৫ই মার্চ, ২০১৭-য় ছবির প্রথম গান আলাদিন মুক্তি পায়।

ওয়ান
অরিন্দম চট্টোপাধ্যায়
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৭
শব্দধারণের সময়২০১৬
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মহেন্দ্র সোনি
অরিন্দম চট্টোপাধ্যায় কালক্রম
গ্যাংস্টার
(২০১৬)
ওয়ান
(২০১৭)
নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."আলাদিন"প্রসেনঅরিন্দম চট্টোপাধ্যায়শালম্যালী খোলগাড়ে০৫:৩৪
২."ওয়ান" (টাইটেল ট্র্যাক)প্রসেনঅরিন্দম চট্টোপাধ্যায়বিশাল দালদানি, রফতার 

নির্মাণ

[সম্পাদনা]

তনি ওরুবনের সাফল্যে স্থির কর করা হয়েছিল, ছবিটিকে তেলুগু ও বাংলায় পুনঃনির্মাণ করা হয়।[] শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রধান চরিত্র হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর জিৎকে বেছে নিয়েছিল।[] কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি, কারণ ২০১৭-র ১২ই জানুয়ারি রিপোর্ট করা হয়, পরিচালক বিরসা দাশগুপ্ত প্রধান চরিত্রে যশ দাশগুপ্ত (এঁর সাথেই বিরসা তার প্রথম ছবি করেন) আর নুসরাত জাহানকে পছন্দ করেছেন।[] এই সময় বিরসা ছবিটির জন্য খলনায়ক খুঁজছিলেন। জল্পনা চলছিল, খলনায়কের চরিত্রে সম্ভবত কোনো প্রথম সারির অভিনেতা থাকবেন, এ নিয়ে তুমুল চর্চা হয়। ২০১৬-র নভেম্বরে জানানো হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি প্রথমে ওই চরিত্রেই মনোনীত হয়েছিলেন, তিনিই খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। বিরসা প্রসেনজিৎ অভিনীত চরিত্রটিকে "দুশ্চরিত্রের নায়ক" (The hero in a negative role) হিসেবে আখ্যা দেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tollywood gives Posto and One big love"The Times of India। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭ 
  2. "Thani Oruvan: Prosenjit Chatterjee to reprise Arvind Swamy's role in the Bengali remake"India Today। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  3. "Thani Oruvan to be remade in Bengali"The Indian Express। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  4. "Yash-Nusrat pair up for Birsa's next"The Times of India। সংগ্রহের তারিখ ৮ নভে ২০১৬ 
  5. "Prosenjit in a negative role"The Times of India। সংগ্রহের তারিখ ২০ নভে ২০১৬